Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

কোন পওয়ার ভোটে দাঁড়াবেন, চলছিল জল্পনা, শরদ বললেন, ‘আমিই’

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অধুনা রাজ্যসভার সদস্য শরদ এ বার লোকসভা ভোটে দাঁড়াবেন কি না, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়েছিল।

শরদ পওয়ার। -ফাইল ছবি।

শরদ পওয়ার। -ফাইল ছবি।

সংবাদ সংস্থা
পুণে শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৭
Share: Save:

তাঁর আত্মীয় অন্য কোনও পওয়ার নন, তাঁর দল এনসিপি-র অন্য কেউ নন, তিনিই ফের লড়বেন লোকসভা নির্বাচনে। দাঁড়াবেন তাঁর পুরনো কেন্দ্র মাধায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার সরাসরি এ কথা জানালেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অধুনা রাজ্যসভার সদস্য শরদ এ বার লোকসভা ভোটে দাঁড়াবেন কি না, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল, বয়সের কারণে আর লোকসভা ভোটে নাও দাঁড়াতে পারেন তিনি। গত লোকসভা ভোটে তাঁর পুরনো কেন্দ্র মাধায় দাঁড়াননি শরদ। তাই রটনা ছিল, তাঁর পুরনো লোকসভা কেন্দ্র দক্ষিণ-পশ্চিম মহারাষ্ট্রের মাধায় এনসিপির প্রার্থী হতে পারেন তাঁরই কোনও আত্মীয়। সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম ভাসছিল শরদের ভাইপো বিধায়ক অজিত পওয়ার ও তাঁর ছেলে পার্থ পওয়ারের।

কিন্তু সেই সব জল্পনাকল্পনায় জল ঢেলে দিয়ে শরদ এ দিন সাংবাদিকদের বলেন, ‘‘অজিত পওয়ার, পার্থ পওয়ার কেউই লোকসভা ভোটে দাঁড়াবেন না। মাধায় লড়বেন শরদ পওয়ার।’’

আরও পড়ুন- সন্ত্রাসবাদের মদতদাতাদের বিরুদ্ধে চাপ বাড়াতে রাজি সৌদি, বললেন মোদী​

আরও পড়ুন- ঘুষ কাণ্ডে প্রধানমন্ত্রীকে এ বার তির পওয়ারেরও​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE