Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সোনভদ্রের ডিএম, এসপিকে সরিয়ে দিল যোগী আদিত্যনাথের সরকার

গত মাসে সোনভদ্রের ঘোরাওয়াল গ্রামে জমি-বিবাদে ১০ জন বাসিন্দাকে গুলি করে হত্যা করা হয়। নিহতেরা সকলেই জনজাতিভুক্ত।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৯ ০২:২০
Share: Save:

উত্তরপ্রদেশের সোনভদ্রে ১০ জনের নিহত হওয়ার ঘটনায় জেলাশাসক (ডিএম) এবং পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দিল যোগী আদিত্যনাথের সরকার। নিজের বাসভবনে আজ সাংবাদিক বৈঠকে ওই সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুধু ডিএম এবং এসপি নন, যোগী ১৩ জন আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

গত মাসে সোনভদ্রের ঘোরাওয়াল গ্রামে জমি-বিবাদে ১০ জন বাসিন্দাকে গুলি করে হত্যা করা হয়। নিহতেরা সকলেই জনজাতিভুক্ত। প্রিয়ঙ্কা গাঁধী বঢরা হতদের পরিজনের সঙ্গে দেখা করতে গেলে উত্তেজনা চরমে পৌঁছয়। চাপে পড়ে যায় রাজ্য সরকার। যোগী জানান, অপসারিত জেলাশাসক অঙ্কিতকুমার আগরওয়াল, পুলিশ সুপার সলমন তাজ পাটিল একতরফা ভাবে গ্রামবাসীর বিরুদ্ধে পদক্ষেপ করেছিলেন। ফলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিশেষ তদন্তকারী দল (সিট) ঘটনার তদন্ত করবে। ডিআইজি (সিট) জে রবীন্দ্র গৌড় তদন্তের নেতৃত্ব দেবেন।’’ অতিরিক্ত মুখ্যসচিবের (রাজস্ব) নেতৃত্বে আরও একটি কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মির্জাপুর ও সোনভদ্রে গত ৬০-৭০ বছর ধরে জমি দখল করে চলেছে একটি ‘ভুয়ো’ সোসাইটি। ওই কমিটি তার তদন্ত করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sonbhadra Yogi Adityanath Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE