Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

সফিস্টিকেটেড বেটিং সিন্ডিকেট! কলকাতাতেও রয়েছে শাখা

তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই বেটিং চক্রে কালো টাকার লেনদেনের পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি। সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজ ঘিরে বেটিং করা হয়েছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
গুরুগ্রাম শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ১৩:০৮
Share: Save:

রাজধানীর অদূরে গুরুগ্রামের এক অভিজাত এলাকায় বাংলো বাড়িতে রমরমিয়ে চলছে বেটিং চক্র।

আয়কর দফতরের হানায় ওই বাংলো থেকে উদ্ধার হল প্রায় ২ কোটি টাকা, বিদেশি মুদ্রা এবং দামি গয়নাগাটি। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের পর বাংলোর মালিককে গ্রেফতার করেছে পুলিশ। আয়কর দফতরের দাবি, শুধুমাত্র গুরুগ্রামেই নয়, ওই বেটিং চক্র ছড়িয়ে রয়েছে কলকাতা-সহ দিল্লি, নয়ডা, গোয়াতেও। সেখানেও অভিযান চালিয়েছেন গোয়েন্দারা।

আরও পড়ুন

ইউপিএসসি পরীক্ষায় নকল করতে গিয়ে গ্রেফতার আইপিএস অফিসার!

চাকরির জন্য স্ত্রীকে চাপ, উত্তরপাড়ায় আত্মঘাতী তরুণী

তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই বেটিং চক্রে কালো টাকার লেনদেনের পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি। সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজ ঘিরে বেটিং করা হয়েছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

বাংলোতে তল্লাশি অভিযান চালানোর পর একেবারে হতভম্ব হয়ে গিয়েছেন তাঁদের আধিকারিকেরা। আয়কর দফতর সূত্রে খবর, বেটিং চালানোর জন্য একটি ছোটখাটো টেলিফোন এক্সচেঞ্জ গড়ে তুলেছেন এর পাণ্ডারা। প্রয়োজনে গোটা এক্সচেঞ্জটাই নাকি দু’টি ব্রিফকেসে ভরে ফেলা যায়। এক্সচেঞ্জটির সঙ্গে ২৭টি স্মার্ট ফোন-সহ একটি ল্যাপটপ যুক্ত করা রয়েছে। উচ্চ-ক্ষমতাসম্পন্ন ব্যান্ডউইথ-এর মাধ্যমে চলছে গোটা এক্সচেঞ্জ। আয়কর দফতরের এক শীর্ষ আধিকারিকের মতে, “এ রকমের সফিস্টিকেটেড বেটিং সিন্ডিকেট আগে কখনও দেখিনি!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE