Advertisement
০৭ মে ২০২৪

গঙ্গায় ভাসছে ১৫ কেজি ওজনের পাথর!

পাথরকে কখনও জলে ভাসতে দেখেছেন? বা কখনও এ রকম কথা শুনেছেন? কিন্তু এমনটাই ঘটেছে কানপুরে। গঙ্গায় একটি ১৫ কেজি ওজনের এবং ১৫ ইঞ্চি চওড়া একটি লাল পাথর ভেসে আসতে দেখা গিয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ১৩:৩৩
Share: Save:

পাথরকে কখনও জলে ভাসতে দেখেছেন? বা কখনও এ রকম কথা শুনেছেন? কিন্তু এমনটাই ঘটেছে কানপুরে। গঙ্গায় একটি ১৫ কেজি ওজনের এবং ১৫ ইঞ্চি চওড়া একটি লাল পাথর ভেসে আসতে দেখা গিয়েছে। খবরটা চাউর হতেই লোকজন ভিড় করতে শুরু করেন এই অবিশ্বাস্য ব্যাপারটাকে চাক্ষুষ করতে। গত বুধবার দধিঘাট পারাপার করার সময় উন্নাওয়ের বাসিন্দা রামপ্রসাদ নিশাদ নামে এক মাঝি প্রথমে পাথরটিকে ভেসে আসতে দেখেন। চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। পাথরটিকে জল থেকে তুলে ফের জলে ফেলে দেন। কিন্তু না, ডোবা তো দূরে থাক, ফের রামপ্রসাদকে চমকে দিয়ে ১৫ কেজির পাথরটি ভেসে ওঠে। একটা চমত্কার ঘটে গিয়েছে ভেবে তিনি অন্য মাঝাদের বিষয়টি জানান। তাঁরাও পাথরটিকে পরখ করেন। বেশ অবাক হয়ে যান। আমরা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী জানি, জলের থেকে পাথরে ঘনত্ব অনেক বেশি হওয়ায় সেটি ডুবে যায়। কিন্তু এ ক্ষেত্রে কী এমন হল? পাথরটিকে ঘাটে তুলে রীতিমতো পুজো-আর্চা শুরু হয়ে যায়। খবরটি যখন ভূততত্ত্ববিদদের কাছে পৌঁছয় তাঁরা ঘটনাস্থলে এসে পাথরটি পরীক্ষা করেন।

কেন এমন বৈপরীত্য? বিশেষজ্ঞরা জানান, অনেক সময় আগ্নেয়গিরি থেকে সৃষ্ট পাথরের ভিতর হাওয়া ঢুকে যায়। সে কারণেই ওই পাথর জলে পড়লেও ডোবে না। এই পাথরটির ক্ষেত্রেও তা-ই হয়েছে বলে জানান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Stone Floating UP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE