Advertisement
০৫ মে ২০২৪
National News

নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে যাচ্ছেন প্রণব

নাগপুরে আগামী ৭ জুন আরএসএসের সদর দফতরে সঙ্ঘের প্রচারকদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে মূল ভাষণ দেবেন প্রণববাবু। আরএসএস প্রধান মোহন ভাগবতেরও হাজির থাকার কথা ওই অনুষ্ঠানে।

প্রণব মুখোপাধ্যায়।- ফাইল চিত্র।

প্রণব মুখোপাধ্যায়।- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ২১:০৫
Share: Save:

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর আমন্ত্রণ গ্রহণ করলেন পূর্বতন রাষ্ট্রপতি কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়

নাগপুরে আগামী ৭ জুন আরএসএসের সদর দফতরে সঙ্ঘের প্রচারকদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে মূল ভাষণ দেবেন প্রণববাবু। আরএসএস প্রধান মোহন ভাগবতেরও হাজির থাকার কথা ওই অনুষ্ঠানে।

বিজেপি-র মতাদর্শ নির্ধারক সংগঠন বলেই পরিচিত আরএসএস। দেশরে ধর্মীয় বিভাজনের জন্য যে সংগঠনকে শূলে চড়িয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

আজীবন কংগ্রেসি প্রণববাবুকে তাঁদের অনুষ্ঠানে পাওয়াটা আরএসএসও যে উপভোগ করছে, তার প্রমাণ মিলেছে সংগঠনের অন্যতম নেতা রাকেশ সিংহের কথায়।

আরও পড়ুন- আজীবন ‘কংগ্রেসি’ প্রণব কি এ বার নাগপুরে আরএসএসের সভার অতিথি?​

আরও পড়ুন- প্রণববাবু, আপনাকে ধন্যবাদ​

রাকেশ বলেছেন, ‘‘নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করায় গোটা দেশের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হল, গুরুত্বপূর্ণ ইস্যুতে সকলের সঙ্গেই কথা বলা যেতে পারে। আর সে সব ক্ষেত্রে বিরোধীরা মোটেই শত্রু নন।’’

খবর, ওই অনুষ্ঠানে আরএসএসের ৮০০ প্রচারককে প্রশিক্ষণ দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE