Advertisement
০৮ মে ২০২৪
NRC

‘কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়’, সিএএ-এনআরসি নিয়ে প্রতিবাদের অস্ত্র হচ্ছে এই লাইন

সেই কবিতারই একটি লাইনকে প্রতিবাদের অস্ত্র করছেন জাতীয় নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীরা।

উর্দু কবি রাহত ইন্দোরী।

উর্দু কবি রাহত ইন্দোরী।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ১৩:১৫
Share: Save:

উর্দু কবি রাহত ইন্দোরী। বলিউডের বিভিন্ন গানের লিরিকস ছাড়াও উর্দু ভাষায় অনেক কবিতা লিখেছেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর কবিতা পাঠ মুগ্ধ করে শ্রোতাদের। বছর তিনেক আগে আমেরিকার হিউস্টনে পাঠ করেছিলেন একটি কবিতা। সেই কবিতারই একটি লাইনকে প্রতিবাদের অস্ত্র করছেন জাতীয় নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীরা।

সিএএ ও এনআরসি-র বিরোধিতায় সারা দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। সাধারণ মানুষ থেকে দেশের ছাত্রসমাজ রাস্তায় নেমে শামিল হচ্ছে প্রতিবাদে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও বিভিন্ন ছবি ও বক্তব্য পোস্ট করে চলছে প্রতিবাদ। তা করতে গিয়েই ইন্দোরীর ওই কবিতার লাইন, ‘কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়’-এর শরণাপন্ন নেটিজেনরা।

রাহত ইন্দোরী ‘আগর খিলাফ হ্যায় হোনে দো’ কবিতার একটি লাইন সেটি। তাঁর বলা কবিতার ওই অংশটি বিগত কয়েকদিনে বারংবার পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। শুনুন রাহন ইন্দোরীর সেই কবিতা—

আরও পড়ুন: আমজাদ আলির সরোদে জিঙ্গল বেল-এর সুর! ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: সময়ের ফেরে এনআরসি-এনপিআর নিয়ে ভিন্ন বক্তব্য, বিভ্রান্ত আম জনতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NRC CAA Viral Video Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE