Advertisement
১০ জুন ২০২৪
Amrut Udyan

অমরুত উদ্যানে কেন্দ্রের প্রশংসা চিত্রে পশ্চিমবঙ্গ

নাগরিক জীবনের মানোন্নয়নে পরিকাঠামো তৈরি অটল মিশন ফর রেজুভেনশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন (অম্রুত বা এএমআরইউটি) প্রকল্পের অন্যতম লক্ষ্য। তা সঙ্গী করে ২০১৫ সালের জুনের শেষ লগ্ন থেকে প্রকল্প শুরু হয়।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

প্রদীপ্তকান্তি ঘোষ
শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ০৪:৩১
Share: Save:

কেন্দ্রীয় প্রকল্পে বঙ্গের কাজ নিয়ে 'সন্তুষ্টি'র ইঙ্গিত মিলল কেন্দ্রীয় সরকারের কর্তার মনোভাবে। অমরুত প্রকল্পের অধীনে থাকা এ রাজ্যের উদ্যানের ছবি-সহ তথ্য দিয়ে টুইট করলেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সচিব দুর্গাশঙ্কর মিশ্র।

নাগরিক জীবনের মানোন্নয়নে পরিকাঠামো তৈরি অটল মিশন ফর রেজুভেনশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন (অম্রুত বা এএমআরইউটি) প্রকল্পের অন্যতম লক্ষ্য। তা সঙ্গী করে ২০১৫ সালের জুনের শেষ লগ্ন থেকে প্রকল্প শুরু হয়। ২০১১ সালের জনগণনা অনুসারে, এক লক্ষের বেশি জনসংখ্যা থাকা শহর কিংবা রাজ্যের রাজধানী বা গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র অথবা নদীর ধারে বা দ্বীপে শহর রয়েছে, অমরুত প্রকল্পে দেশের এমন ৫০০টি শহর বা পুর এলাকাকে চিহ্নিত করা হয়। উদ্যানকে আরও গুছিয়ে কী করে মানুষের ব্যবহারের উপযোগী করা যায়, তার পরিকল্পনাও করে কেন্দ্রীয় সরকার। তার সঙ্গে সাযুজ্য রেখে বঙ্গের ৫৫টি শহুরে এলাকাও এই কেন্দ্রীয় প্রকল্পের আওতাধীন হয়। সেখানেও উদ্যান তৈরি কিংবা তার সৌন্দর্যয়ান বৃদ্ধি করার কাজ শুরু হয়।

বঙ্গে তেমনই ৪২৫টি উদ্যান অমরুতের প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এক্ষেত্রে সবুজায়নেও গুরুত্ব পেয়েছে। বঙ্গে সেইসব উদ্যানের কাজই প্রশংসা কুড়িয়েছে কেন্দ্রীয় সচিবের। ৪২৫টির মধ্যে ৩৫০'র বেশি উদ্যানের কাজ সম্পূর্ণ হয়েছে। বাকিগুলির কাজও চলতি আর্থিক বর্ষের মধ্যে শেষ হবে বলে জানাচ্ছেন এ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কর্তারা।

অমরুত প্রকল্প নিয়ে শনিবার রাতে টুইট করেন কেন্দ্রীয় সচিব। সেখানে রয়েছে এ রাজ্যের পানিহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের শিমুলতলা উদ্যানের উন্নয়ন ছবি। পাশাপাশি, কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের বৈষ্ণবঘাটা-পাটুলি টাউনশিপের আই অ্যান্ড জে ব্লকের শিশু উদ্যান এবং ঝিলের সৌন্দর্যয়ানের তথ্য ও ছবিকে দেশের নাগরিক জীবনের মানোন্নয়নের চিত্র হিসাবে তুলে ধরেছেন আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের শীর্ষ কর্তা। তবে অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ডের দুটি উদ্যানের ছবিও ঠাঁই পেয়েছে ওই কর্তার টুইটে।

এ রাজ্যে অমরুতের আওতায় হওয়া উদ্যান সংক্রান্ত কাজে প্রায় ৯২ কোটি টাকা খরচ হচ্ছে। তার মধ্যে কলকাতাতে প্রায় ছ'কোটির মতো। নাগরিক জীবনের উন্নতির ক্ষেত্রে এ রাজ্যের ছবি কেন্দ্রীয় সরকার তুলে ধরছে। দেশের ক্ষেত্রে বঙ্গ কিভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছে, তা এইসব ছবি বুঝিয়ে দিয়েছে বলে মত অনেক পুর কর্তার। এ রাজ্যকে আরও পরিচ্ছন্ন আর পরিপাটি করে তোলার জন্য নানা পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এ তার অঙ্গ বলে মত প্রশাসনের অনেকের। শহুরে জীবনের অন্যতম অঙ্গ জল, নিকাশি, পরিবহণ এবং উদ্যানই মূলত প্রাধান্য পায় অমরুত প্রকল্পে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amrut Udyan BJP Ravi Shankar Mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE