Advertisement
০৯ মে ২০২৪

শীলার পর দিল্লিতে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি কে?  

বুধবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দিল্লির প্রাক্তন প্রদেশ সভাপতি অজয় মাকেন ফের জানালেন, কথা চলছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৩
Share: Save:

বছর ঘুরলেই ভোট। অথচ শীলা দীক্ষিতের মৃত্যুর পরে এখনও ঠিক হল না দিল্লিতে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি কে।

বুধবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং দিল্লির প্রাক্তন প্রদেশ সভাপতি অজয় মাকেন ফের জানালেন, কথা চলছে। কংগ্রেস সূত্রে খবর, তারা মনে করে, দিল্লি ভোটে ভাল করার সম্ভাবনা রয়েছে তাদের। কারণ বিধানসভা ভোটে মোদী-ম্যাজিক খাটবে না বলে তাদের ধারণা। অন্য দিকে, কেজরী সরকারের উপরে বীতশ্রদ্ধ দিল্লিবাসীর একটি বড় অংশ। শীলা দীক্ষিতের মৃত্যুর পরে নতুন সভাপতির নাম ঠিক করতে দিল্লির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সনিয়া গাঁধী। কথা বলেছেন এআইসিসি-তে দিল্লির ভারপ্রাপ্ত সেক্রেটারি পি সি চাকোর সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sheila Dikshit Congress Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE