Advertisement
২৬ এপ্রিল ২০২৪

৪ মাস নেই মুখ্য পরিসংখ্যানবিদ

ক্ষমতায় আসার পরে দেশের জিডিপি হিসেবের পদ্ধতি বদলে দিয়ে প্রশ্নের মুখে পড়েছিল নরেন্দ্র মোদী সরকার। জিডিপি-র হিসেব কষার দায়িত্বপ্রাপ্ত মুখ্য পরিসংখ্যানবিদের পদ খালি রেখে দিয়ে সরকার ফের প্রশ্নের মুখে পড়ল।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ০৩:০০
Share: Save:

ক্ষমতায় আসার পরে দেশের জিডিপি হিসেবের পদ্ধতি বদলে দিয়ে প্রশ্নের মুখে পড়েছিল নরেন্দ্র মোদী সরকার। জিডিপি-র হিসেব কষার দায়িত্বপ্রাপ্ত মুখ্য পরিসংখ্যানবিদের পদ খালি রেখে দিয়ে সরকার ফের প্রশ্নের মুখে পড়ল।

৩১ জানুয়ারি ওই পদ থেকে অবসর নিয়েছেন টি সি এ অনন্ত। তার পর থেকেই পদটি খালি। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিয়োগ কমিটি এখনও কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। প্রায় সাড়ে চার মাস মুখ্য পরিসংখ্যানবিদের পদ খালি থাকায় পরিসংখ্যান মন্ত্রক ও কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর (সিএসও)-এ প্রশ্ন উঠেছে, এক দিকে অর্থনৈতিক পরিসংখ্যান তৈরির ভিত্তি বছর বদলের চেষ্টা হচ্ছে। শ্রমিকদের সংখ্যা নিয়ে নয়া সমীক্ষা হচ্ছে। এমনিতেই সরকারি পরিসংখ্যান প্রকাশ হলেই এখন তার সত্যতা নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলেন। সেখানে এত দিন মুখ্য পরিসংখ্যানবিদের পদই ফাঁকা পড়ে থাকলে সরকারি পরিসংখ্যানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠবে।

বিরোধীদের প্রশ্ন, পরিসংখ্যানে কারচুপি করার জন্য ‘ঘরের লোক’ পাওয়া যাচ্ছে না বলেই কি কাউকে নিয়োগ করা হচ্ছে না? সরকারি সূত্রের দাবি, ৩১ জানুয়ারি অনন্ত অবসর নেওয়ার কিছু দিন পর ওই পদে লোক চেয়ে বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। কয়েক জনের ইন্টারভিউও হয়েছে। ক্যাবিনেট সচিবের নেতৃত্বে একটি কমিটি প্রাথমিক বাছাইয়ের কাজটি করছে। প্রশ্ন উঠেছে, অনন্ত ৩১ জানুয়ারি অবসর নেবেন আগেই জানা ছিল। তা হলে আগে থেকেই তাঁর বদলি খোঁজার কাজ শুরু হয়নি কেন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE