Advertisement
১১ মে ২০২৪

কাল বাজারে আসছে কোল ইন্ডিয়ার দশ শতাংশ শেয়ার

রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া-র ১০ শতাংশ পর্যন্ত শেয়ার বাজারে আসছে আগামী শুক্রবার। নিলামের মাধ্যমে দর স্থির করে এই শেয়ার বিক্রি হবে বলে বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক বিবৃতিতে জানিয়েছে সংস্থা। বর্তমান বাজার দরের হিসেবে এই বিলগ্নিকরণ খাতে সরকারের ঘরে ২৪ হাজার কোটি টাকার মতো আসতে পারে বলে বাজার সূত্রের ইঙ্গিত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৫ ০৪:০১
Share: Save:

রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া-র ১০ শতাংশ পর্যন্ত শেয়ার বাজারে আসছে আগামী শুক্রবার। নিলামের মাধ্যমে দর স্থির করে এই শেয়ার বিক্রি হবে বলে বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক বিবৃতিতে জানিয়েছে সংস্থা। বর্তমান বাজার দরের হিসেবে এই বিলগ্নিকরণ খাতে সরকারের ঘরে ২৪ হাজার কোটি টাকার মতো আসতে পারে বলে বাজার সূত্রের ইঙ্গিত।

সংস্থার ১০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির মানে, বাজারে আসতে চলেছে তার ৬৩.১৭ কোটির মতো শেয়ার। এর মধ্যে কেন্দ্র সরাসরি ৫ শতাংশ বিক্রি করবে নিলামের মাধ্যমে। সেই সঙ্গেই আরও ৫ শতাংশ শেয়ার বিক্রির সুযোগ থাকবে। এই মহূর্তে কেন্দ্রের হাতে রেয়েছে কোল ইন্ডিয়ার প্রায় ৯০ শতাংশ শেয়ারের মালিকানা।

এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট সীমার মধ্যে শেয়ারের দর বেঁধে রেখে নিলাম ডাকা যাবে। নিলাম হবে স্টক এক্সচেঞ্জের মাধ্যমেই। ন্যূনতম দর আগামী কাল শেয়ার বাজার বন্ধ হয়ে যাওয়ার পরে ঘোষণা করা হবে। যাঁরা ২ লক্ষ টাকার নীচে শেয়ার কিনতে চাইবেন, তাঁদের সাধারণ ছোট লগ্নিকারী হিসেবে গণ্য করা হবে এবং তাঁরা দরে ছাড়ও পাবেন বলে বাজার সূত্রের খবর। ছোট লগ্নিকারীদের জন্য আলাদা করে রাখা থাকবে নিলামে ওঠা মোট শেয়ারের ২০ শতাংশ। কোল ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, শুক্রবার লেনদেন শুরু হবে এবং ওই দিন দুপুর সাড়ে ৩টে পর্যন্ত লেনদেন চলবে। প্রসঙ্গত, বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে বাজার বন্ধের সময়ে কোল ইন্ডিয়া শেয়ারের দর ছিল ৩৮৪.০৫ টাকা, যা আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বেশি।

কেন্দ্রের বিলগ্নিকরণ কর্মসূচির আওতায় ডিসেম্বরে সেল-এর ৫ শতাংশ শেয়ার বিক্রির পরে দ্বিতীয় সংস্থা হিসেবে বাজারে আসতে চলেছে কোল ইন্ডিয়া শেয়ার। সেল-এর শেয়ার বিক্রি খাতে রাজকোষে এসেছে ১৭০০ কোটি টাকা। এই অর্থবর্ষেই ওএনজিসি শেয়ারও বাজারে আসার কথা। এ ছাড়া সরকারের বিলগ্নিকরণ তালিকায় আছে এনএমডিসি, পাওয়ার ফিনান্স কর্পোরেশন, ড্রেজিং কর্পোরেশন, ভারত হেভি ইলেকট্রিক্যালস। চলতি ২০১৪-’১৫ অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বেচে ৪৩,৪২৫ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র, যাতে রাজকোষ ঘাটতিকে জাতীয় আয়ের ৪.১ শতাংশে বেঁধে রাখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coal india share
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE