Advertisement
১১ মে ২০২৪
APP

বিদেশে বসেও এ বার পাড়ার দুর্গাপুজোর আনন্দ! কী ভাবে?

প্রবাসী বাঙালি বা পুজোর সময়ে বাইরে ঘুরতে যাওয়া বাঙালিদেরকে ঘরের স্বাদ দেবে। জানেন কী ভাবে?

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১৮:৪৩
Share: Save:

বাঙালির কাছে দুর্গা পুজো এমন একটা উৎসব যা কোনওভাবে ভুল করেও মিস্ করা যায় না। প্রত্যেক বছর নতুন করে, নতুন ভাবে উদযাপন করা হয় পুজোর। বছর বাড়লেও কলকাতার পুজো কিন্তু সেই নবীনই থাকে। আর সেই পুজোয় শহর ছেড়ে বাইরে ঘুরতে যাওয়া মানেই বছরের সব থেকে ভাল সময়টাকে মিস্ করা।

সময় বদলেছে। বদলে গিয়েছে জীবনযাত্রার ধরনও। নানা কারণে শহর ছেড়ে বাঙালি পা রেখেছে ভিনদেশে, ভিনরাজ্যে। আবার, হালফিলের যা ব্যস্ত রুটিন, তাতে অফিস থেকে কোনও এক্সট্রা ছুটি ম্যানেজ করাটা খুবই দুষ্কর হয়ে পড়ে। আর তাই দুর্গা পুজোর ছুটিই হয়ে দাঁড়ায় ঘুরতে যাওয়ার জন্য একমাত্র উপায়। কিন্তু বাঙালিদের কাছে পুজোর সময়ে বাইরে যাওয়া মানেই পুজোর সব আনন্দ মাটি। সেই সঙ্গে লাগেজে পুরে একরাশ মন খারাপ নিয়ে যাওয়া।

তবে পুজোর সময়ে এই মন খারাপের এবার ইতি হতে চলেছে টেকনো ইন্ডিয়ার হাত ধরে। যারা এই পুজোয় নিয়ে এসেছে 'অন্য পুজো' অ্যাপ। যে অ্যাপ প্রবাসী বাঙালি বা পুজোর সময়ে বাইরে ঘুরতে যাওয়া বাঙালিদেরকে ঘরের স্বাদ দেবে।

টেকনো ইন্ডিয়া গ্রুপের গ্লোবাল অপারেশনের ডিরেক্টর মেঘদূত রায়চৌধুরীর মস্তিষ্কপ্রসূত এই অ্যাপটি কিন্তু দুর্গা পুজোর সেলিব্রেশনকে একদম বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ঘরে কি বাইরে, পুজো হবে সবার। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে দেবে থ্রিডি অর্থাৎ ত্রিমাত্রিক অভিজ্ঞতা যার মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে দেখতে পাবেন আপনার প্রিয় ঠাকুরের পাশে। শুধু তাই নয়, তুলতে পারবেন ছবিও এবং ইচ্ছে মতো শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের সঙ্গে।

এই অ্যাপটির নেপথ্যে রয়েছেন প্রখ্যাত গ্রাফিক্স ও ভিএফএক্স আর্টিস্ট, ব্রিনলে ক্যাডম্যান। 'মঙ্গল পাণ্ডে', 'রং দে বসন্তী' - এর মতো বিভিন্ন ছবিতে কাজ করেছেন তিনি। এক সময় আমির খান বলেছিলেন যে, তিনি যাদের যাদের সঙ্গে কাজ করেছেন, ক্যাডম্যান তাদের মধ্যে অন্যতম সেরা ভিএফএক্স আর্টিস্ট। এই ক্যাডম্যানের তত্ত্বাবধানেই টেকনো ইন্ডিয়া এই ফিউচারিস্টিক অ্যাপটি তৈরি করেছে, যা ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের আবেগকে খোঁচা দিতে পারে। ক্যাডম্যানের এই অবদানকে অবশ্যই স্মরণে রাখবে বিশ্বব্যাপী বাঙালি জাতি।

৮ অক্টোবর থেকে অ্যাপটি ডাউনলোড-এর করা যাবে সমস্ত স্মার্টফোনে। বিশ্বের যে কোনও অংশ থেকে এই অ্যাপটি ব্যবহার করা যাবে। তা হলে এই পুজোয় ব্যবহার করুন 'অন্য পুজো' অ্যাপ, ছবি তুলুন এবং হ্যাশট্যাগ #onyopujo লিখে শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ায়। সেরার সেরা ছবিটা বিশ্বজুড়ে সমাদৃত হবে। আর এবার দূরে থেকেও আনন্দ নিন পাড়ার দুর্গা পুজোর।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউলোড করতে ক্লিক করুন - https://play.google.com/store/apps/details?id=com.TechnoIndiaGroup.OnyoPujoAR

অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন - https://itunes.apple.com/fr/app/onyo-pujo-ar/id1438714905?l=en&mt=8

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE