সিনেমার পর্দায় ঝাঁ-চকচকে দুনিয়ার মতোই এককালে সদারঙিন ছিল তাঁর জীবন। তবে পরিচালকের ‘কাট’ বলার সঙ্গে সঙ্গে যেমন বাস্তবে ফিরে আসেন অভিনেতারা, তেমনই এক লহমায় বদলে গিয়েছিল তাঁর তারকা জীবন। এককালে দু’হাতে টাকা ওড়ালেও শেষ জীবনে কপর্দকহীন হয়ে পড়েন। এককালে তিনি ১২৪টি বাড়ির মালিক হলেও বর্তমানে তাঁর পরিবারের কাছে একটি বাড়িও নেই।সিনেমার পর্দায় ঝাঁ-চকচকে দুনিয়ার মতোই এককালে সদারঙিন ছিল তাঁর জীবন। তবে পরিচালকের ‘কাট’ বলার সঙ্গে সঙ্গে যেমন বাস্তবে ফিরে আসেন অভিনেতারা, তেমনই এক লহমায় বদলে গিয়েছিল তাঁর তারকা জীবন। এককালে দু’হাতে টাকা ওড়ালেও শেষ জীবনে কপর্দকহীন হয়ে পড়েন। এককালে তিনি ১২৪টি বাড়ির মালিক হলেও বর্তমানে তাঁর পরিবারের কাছে একটি বাড়িও নেই।