Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Sonam Wangchuk

৯ বছর পর্যন্ত স্কুলে যাননি, ছোট থেকেই ‘বিদ্রোহী’! বাস্তবের ‘র‌্যাঞ্চো’র জন্যই কি লাদাখে ‘আল ইজ় নট ওয়েল’?

১৯৬৬ সালে লাদাখের লেহের আলচির কাছে জন্ম সোনমের। ৯ বছর বয়স পর্যন্ত তিনি কোনও স্কুলে ভর্তি হননি। কারণ, তার গ্রামে কোনও স্কুলই ছিল না। প্রাথমিক শিক্ষা পেয়েছিলেন মায়ের কাছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৪
Share: Save:
০১ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

অশান্ত লাদাখ। কেন্দ্রশাসিত অঞ্চলটিকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বুধবার লাদাখের লেহতে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ ধীরে ধীরে হিংসার চেহারা নেয়। খবর, নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৮০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্ফু জারি করা হয়েছে।

০২ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের। তার আগে বুধবার লেহ শহরে বিক্ষোভ দেখান একদল যুবক। অভিযোগ, বিক্ষোভ চলাকালীনই লেহতে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। শুধু তা-ই নয়, পার্টি অফিসের সামনে থাকা পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। তার পরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

০৩ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

পুলিশ এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জও করা হয়। লাদাখে বুধবারের বিক্ষোভ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন লাদাখের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি নিয়ে চলা আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক।

০৪ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

ইঞ্জিনিয়ার, গবেষক তথা শিক্ষা সংস্কারক সোনমের মতে, শান্তিপূর্ণ প্রতিবাদ হেরে গেল সহিংসার কাছে। তবে তিনি এ-ও জানান, লাদাখের রাজনৈতিক দলগুলি অযোগ্য। তারা তরুণ প্রজন্মকে সঠিক দিশা দেখাতে ব্যর্থ। ওয়াংচুকের কথায়, এটি দীর্ঘ দিন ধরে জমতে থাকা আগুনেরই বহিঃপ্রকাশ। তবে তিনি স্পষ্ট জানান, কোনও সহিংস আন্দোলনকে তিনি সমর্থন করেন না।

০৫ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

যদিও লাদাখের অশান্ত পরিস্থিতির জন্য সোনমকেই দায়ী করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বলা হয়েছে, তাঁর ‘উস্কানিমূলক’ মন্তব্যের জন্যই লাদাখ অশান্ত হয়েছে। ‘স্টুডেন্ট্‌স এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’-এর প্রতিষ্ঠাতা তথা সমাজকর্মী সোনমকে বিঁধে কেন্দ্রের দাবি, বার বার আবেদন করা সত্ত্বেও একাধিক নেতার অনশন প্রত্যাহার না করা এবং ‘আরব বসন্ত’, নেপালের ‘জেন জ়ি’ প্রসঙ্গ তুলে লাদাখের জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।

০৬ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

বিবৃতিতে বলা হয়েছে, সোনমের বক্তব্যে ‘উদ্বুদ্ধ’ হয়েই জনতার একটি অংশ অনশনস্থল ছেড়ে রাজনৈতিক দলের কার্যালয় ও সরকারি দফতরে হামলা চালায়। সরকার সূত্রে দাবি, অশান্ত পরিস্থিতি তৈরি করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে।

০৭ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

কে এই সোনম? কী ভাবে লাদাখে আন্দোলনের মুখ হয়ে উঠলেন তিনি? পেশায় ইঞ্জিনিয়ার তবে সার্বিক ভাবে একজন শিক্ষাবিদ এবং সমাজকর্মী সোনমের কথা দেশের মানুষ জানতে পারেন মূলত ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। আমির খান অভিনীত চরিত্র রণছোড়দাস শামলদাস চাঁচড় ওরফে ‘র‌্যাঞ্চো’ চরিত্রটি তৈরি করা হয়েছিল সোনমের জীবনকাহিনির আদলে।

০৮ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

১৯৬৬ সালে লাদাখের লেহের আলচির কাছে জন্ম সোনমের। ৯ বছর বয়স পর্যন্ত তিনি কোনও স্কুলে ভর্তি হননি। কারণ, তার গ্রামে কোনও স্কুলই ছিল না। প্রাথমিক শিক্ষা পেয়েছিলেন মায়ের কাছে।

০৯ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

৯ বছর বয়সে সোনমকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি স্কুলে ভর্তি করা হয় তাঁকে। যেহেতু তাঁকে দেখতে অন্য ছাত্রদের তুলনায় আলাদা ছিল, তাই তাঁর সঙ্গে বিশেষ কেউ কথা বলত না। সোনমের মতে, সেই সময়টা তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার সময়।

১০ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

শ্রীনগরের স্কুলে তাঁর সঙ্গে যে রকম আচরণ করা হত, তা সহ্য করতে না পেরে ১৯৭৭ সালে একা দিল্লি পালিয়ে যান সোনম। সেখানে তিনি বিশেষ কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুলের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। ওই অধ্যক্ষের সাহায্যে নতুন করে স্কুলে ভর্তি হন তিনি।

১১ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

স্কুলের পড়াশোনা শেষ করে ওয়াংচুক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। ১৯৮৭ সালে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শ্রীনগর’ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের কোন শাখায় পড়াশোনা করবেন, তা নিয়ে বাবার সঙ্গে মতবিরোধের কারণে পড়াশোনার খরচ সোনমকেই বহন করতে হয়েছিল।

১২ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

স্নাতক হওয়ার পর ১৯৮৮ সালে ভাই এবং পাঁচ সহকর্মীর সঙ্গে ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ (এসইসিএমওএল)’ নামে একটি অসরকারি সংস্থা শুরু করেন সোনম। সাসপোলের সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল সংস্কার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর, এসইসিএমওএল সরকারি শিক্ষা বিভাগ এবং গ্রামের জনগণের সহযোগিতায় ‘অপারেশন নিউ হোপ’ শুরু করেন।

১৩ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

১৯৯৩ সালে লাদাখের একমাত্র ছাপা পত্রিকা ‘লাদাগ্‌স মেলং’ প্রকাশ করেন সোনম। ২০০৫ সালের অগস্ট পর্যন্ত তিনি ওই পত্রিকার সম্পাদক হিসাবেও কাজ করেন। ২০০১ সালে পার্বত্য পরিষদ সরকারের শিক্ষা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন তিনি।

১৪ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

২০০২ সালে লাদাখের অসরকারি সংস্থাগুলির সঙ্গে একযোগে ‘লাদাখ ভলান্টারি নেটওয়ার্ক’ প্রতিষ্ঠা করেন সোনম। ২০০৫ সাল পর্যন্ত সংস্থাটির নির্বাহী কমিটিতে সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। লাদাখ পার্বত্য পরিষদের ‘লাদাখ ২০২৫’ শীর্ষক নথির খসড়া কমিটিতেও নিযুক্ত হন তিনি। ২০০৪ সালে লাদাখের শিক্ষা এবং পর্যটন নীতি প্রণয়নের দায়িত্ব পান সোনম।

১৫ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

২০০৫ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আমলে ওয়াংচুক ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে জাতীয় পরিচালনা পরিষদের সদস্য নিযুক্ত হন। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত শিক্ষা সংস্কারের জন্য শিক্ষা মন্ত্রককে সাহায্য করার কাজে যুক্ত একটি অসরকারি সংস্থার উপদেষ্টা হন তিনি

১৬ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

এর পর ২০১১ সালে উচ্চশিক্ষার জন্য ফ্রান্সের গ্রেনোবলের ‘ক্র্যাটের স্কুল অফ আর্কিটেকচার’-এ ভর্তি হন সোনম। সেখানে দু’বছর পড়াশোনা করে দেশে ফেরেন। ২০১৬ সালে সোনম ‘ফার্মস্টেস লাদাখ’ নামে একটি প্রকল্প শুরু করেন। ওই প্রকল্পের মাধ্যমে পর্যটকদের লাদাখের স্থানীয় পরিবারের সঙ্গে থাকার ব্যবস্থাও করা হয়।

১৭ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

২০১৩ সালের শেষের দিকে কৃত্রিম বরফস্তূপের একটি নমুনা তৈরি করেন সোনম। ওই কৃত্রিম বরফের স্তূপ আসলে একটি কৃত্রিম হিমবাহ। শীতকালে নদীর জল বিশাল বরফস্তূপের আকারে সংরক্ষণ করে তা বসন্তের শেষ দিকে বরফ গলার সময় ছেড়ে দেওয়া হয়।

১৮ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

২০১৩ সালে জম্মু ও কাশ্মীর রাজ্য স্কুল শিক্ষা বোর্ডে নিযুক্ত করা হয় সোনমকে। ২০১৪ সালে জম্মু ও কাশ্মীর রাজ্য শিক্ষানীতি তৈরির জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেলেও যুক্ত করা হয় তাঁকে। ২০১৫ সাল থেকে সোনম বরফে মোড়া হিমালয়ের কোলে ‘হিমালয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভস’ নামে এক শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার কাজে হাত দেন। উদ্দেশ্য, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, হাতেকলমে ছাত্রদের জীবনধারণের পাঠ শেখানো। ২০১৮ সালে তাঁর সেই প্রতিষ্ঠান তৈরি হয়।

১৯ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

কৃত্রিম হিমবাহ তৈরি ছাড়াও লাদাখ, সিকিম এবং নেপালের মতো পাহাড়ি অঞ্চলে সৌরশক্তিচালিত বাড়ির নকশা এবং তত্ত্বাবধানেও সোনম সহায়তা করে আসছেন দীর্ঘ দিন ধরে। সোনমের শিক্ষাপ্রতিষ্ঠানটিও সৌরশক্তিচালিত। লাদাখ অঞ্চলে শীতকালে যখন তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে নেমে যায়, তখনও তাঁর স্কুল শিক্ষার্থীদের মনোরম পরিবেশ প্রদান করে।

২০ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য সৌরশক্তিচালিত তাঁবু তৈরি করেন সোনম। প্রতিটি তাঁবুতে জনা দশেক সৈন্য থাকতে পারেন। শিক্ষা এবং সমাজ সংস্কারমূলক কাজের জন্য দেশ-বিদেশে একাধিক পুরস্কার পেয়েছেন সোনম। লাদাখে সমাজসেবামূলক কাজের জন্য ২০১৮-তে রমন ম্যাগসাইসাই পুরস্কারও পান তিনি।

২১ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

২০১৯ সাল থেকে নতুন লড়াই শুরু করেন সোনম। কেন্দ্রের কাছে লাদাখের জন্য বেশ কিছু দাবি পেশ করেন। এর পর ২০২৩ সালে লাদাখের প্রকৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচানোর দাবিতে সরব হন। কেন্দ্রীয় সরকার সেই দাবি না মানায় অনশনও শুরু করেছিলেন।

২২ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

পাথর এবং প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য নির্বিচারে ডিনামাইট ফাটিয়ে লাদাখের পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন সোনম। পাশাপাশি জনজাতি অধ্যুষিত এই কেন্দ্রশাসিত অঞ্চল কেন সংবিধানের ষষ্ঠ তফসিলের মর্যাদা পাবে না সে প্রশ্নও তুলেছিলেন সোনম।

২৩ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। সেই আন্দোলনের অন্যতম মুখ হন সোনম। তাঁর বক্তব্য, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। লাদাখের জন্য একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক। সেই সঙ্গে লেহ্‌ এবং কার্গিল জেলার জন্য পৃথক পৃথক লোকসভা আসনের বন্দোবস্ত করা হোক।

২৪ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

এমনই নানা দাবি নিয়ে বার বার সরব হয়েছেন বাস্তব জীবনের ‘র‌্যাঞ্চো’। গত বছরের গোড়া থেকে বেশ কয়েক বার অনশনেও বসেছেন। লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন ও তাতে চাকরি দেওয়ার আলাদা প্রক্রিয়া, খনি ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীগুলির হাত থেকে লাদাখের প্রকৃতিকে রক্ষা করা এবং সর্বোপরি লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করা নিয়েও বার বার সরব হয়েছেন তিনি।

২৫ ২৫
All you need to know about Sonam Wangchuk and Ladakh’s statehood protests

গত ১০ সেপ্টেম্বরও কয়েক জন সঙ্গীকে নিয়ে অনশনে বসেছিলেন সোনম। আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের। কিন্তু তার আগেই বুধবার লেহ্‌ শহরে বিক্ষোভ হিংসার চেহারা নেয়।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy