
বন্ধু ভেবে ‘বিষধর সাপ’কে গলায় জড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুধ-কলা খাইয়ে দিব্যি বড় করছেন তাকে। কিন্তু, স্বভাব যাবে কোথায়! ওই ‘কালসর্প’ই এখন মোক্ষম সুযোগ খুঁজছে মস্কোর কপালে ছোবল বসানোর। ক্রেমলিনের গোয়েন্দা বাহিনীর এ-হেন রিপোর্ট ফাঁস হতেই ‘বাদামি ভালুকের দেশে’ পড়ে গিয়েছে শোরগোল। এর জেরে রুশ বিদেশনীতিতে বদল আসতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ।

প্রেসিডেন্ট পুতিনের গলায় ফাঁস হয়ে আটকে থাকা ওই ‘বিষধর সাপ’টি হল চিন। মস্কোর গোয়েন্দাদের দাবি, গোপনে মস্কোর চরম ক্ষতি করার ফন্দি আঁটছে বেজিং। আর তাই ক্রেমলিনে পাঠানো ষড়যন্ত্র ফাঁসের রিপোর্টে ড্রাগনকে ‘পয়লা নম্বর শত্রু’ বলে উল্লেখ করেছেন তাঁরা। পাশাপাশি, চিনের সঙ্গে ‘অটুট বন্ধন’-এর ঘোষণা করা রুশ প্রেসিডেন্টকে সংশ্লিষ্ট রিপোর্টে সতর্কও করা হয়েছে।