মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের আবহে চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে চলা দু’দিন ব্যাপী ‘সাংহাই সহযোগিতা সংস্থা’ বা এসসিও-র (সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন) বৈঠকে যোগ দেবেন তিনি। কিন্তু ঠিক তার আগে ভারত মহাসাগরীয় এলাকায় ফের ধরা পড়ল বেজ়িঙের আর এক ‘চালবাজি’, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এ দেশের নৌবাহিনী।
‘ওপেন সোর্স ইন্টেলিজেন্স’-এর দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরের জুলাইয়ের মাঝামাঝি বঙ্গোপসাগরে ঢোকে চিনের ‘পিপল্স লিবারেশন আর্মি’ বা পিএলএ নৌবাহিনীর গুপ্তচর জাহাজ ‘জিয়াং ইয়াং হং ০৩’। ভারতের ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ বা ইইজ়েডের (এক্সক্লুসিভ ইকোনমিক জ়োন) গা ঘেঁষে ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সংশ্লিষ্ট ইইজ়েড হল এ দেশের সামুদ্রিক জলসীমা। সেখানকার যাবতীয় সম্পদের উপরে নয়াদিল্লির রয়েছে নিরঙ্কুশ অধিকার।