
২০১৯ সালে পুলওয়ামা হামলার পাল্টা জবাব দিতে বায়ুসেনাকে ব্যবহার করেছিল কেন্দ্রীয় সরকার। বালাকোট হামলার রেশ ধরেই সেই সময় মিগ-২১ বাইসন নিয়ে হামলা চালাতে গিয়ে পাক সেনার হাতে বন্দি হয়ে পড়েন পাইলট অভিনন্দন বর্তমান। শেষমেশ তাঁকে অক্ষত অবস্থাতেই ভারতে ফেরত পাঠায় পাকিস্তান। তার প্রায় ৫৪ বছর আগে বায়ুসেনার অন্য এক পাইলট বোমাবর্ষণ করতে গেলে তাঁর যুদ্ধবিমানটি শত্রুপক্ষের আক্রমণের শিকার হয়। তা সত্ত্বেও, পাক সেনার চোখে ধুলো দিয়ে তিনি ভারতের মাটিতে ফিরে এসেছিলেন।

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাক অধিকৃত কাশ্মীরে তাঁর বিমান ভেঙে পড়লেও শত্রুপক্ষের সেনাবাহিনীর চোখে ধুলো দিয়ে দেশে ফিরে এসেছিলেন এই বায়ুসেনার পাইলট। তাঁর সেই ফিরে আসার কাহিনি কোনও সিনেমাকেও হার মানায়। তিনি দারা ফিরোজ চিনয়। সে বারের ভারত বনাম পাকিস্তান যুদ্ধে দেশের জয় সুনিশ্চিত করতে বায়ুসেনা বিরাট ভুমিকা নিয়েছিল।