এক দিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিম ইউরোপীয় শক্তিজোট ‘উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা’ বা নেটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজ়েশন)। অন্য দিকে রাশিয়া, চিন এবং ‘ডেমোক্র্যাটিক পিপল্স রিপাবলিক অফ কোরিয়া’ বা ডিপিআরের (পড়ুন উত্তর কোরিয়া) অক্ষশক্তি। ধীরে ধীরে দুই মেরুতে ভাগ হয়ে পড়ছে গোটা দুনিয়া। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এই আবহে ভারতকে দলে টানতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করল নেটোভুক্ত ফিনল্যান্ড, যা নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
সম্প্রতি ট্রাম্প জমানার মার্কিন বিদেশনীতির কড়া সমালোচনা করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। রাজধানী হেলসিঙ্কিতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘ইউরোপ এবং আমেরিকাকে বৈশ্বিক দক্ষিণ (পড়ুন গ্লোবাল সাউথ) এবং ভারতের প্রতি আরও সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। নইলে আমরা হেরে যাব।’’ পরাজয় কোন দিক থেকে আসবে, তা অবশ্য স্পষ্ট করেননি আলেকজ়ান্ডার। তাৎপর্যপূর্ণ বিষয় হল, স্টাবের এই মন্তব্যের সময় তাঁর পাশে ছিলেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গীতানাস নৌসেদা।