যখন-তখন ১৮০ ডিগ্রি বেঁকে ইউ টার্ন নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অদ্ভুতুড়ে সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশকে। সেই তালিকায় এ বার যুক্ত হল ‘রিপাবলিক অফ চায়না’-র (আরওসি) নাম। প্রশান্ত মহাসাগরীয় ওই দ্বীপরাষ্ট্রকে তাইওয়ান হিসাবে চেনে গোটা দুনিয়া। একটা সময়ে ‘আগ্রাসী’ চিনকে আটকাতে তাদের বিপুল সামরিক সহায়তার আশ্বাস দিয়েছিল আমেরিকা। কিন্তু, হঠাৎ করেই সেই প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্ট।
চলতি বছরের ১৯ সেপ্টেম্বর তাইওয়ানকে অস্ত্র সহায়তা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’। সেখানে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে ৪০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম পাঠানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের নির্দেশে এই প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট স্থগিতাদেশ কত দিনের জন্য, তা অবশ্য স্পষ্ট নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই চিনা প্রেসিডেন্ট শি জ়িনপিঙের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।