এ যেন ইঁদুর হয়ে হাতিকে ঘুষি মারার শামিল! ভারতের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধকে ঠিক এই ভাষাতেই বিঁধলেন আমেরিকার বর্ষীয়ান অর্থনীতিবিদ রিচার্ড উল্ফ। গোটা ঘটনায় যুক্তরাষ্ট্র ‘নিজের পায়ে কুড়ুল মারছে’ বলে সুর চড়িয়েছেন তিনি। বলা বাহুল্য, রিচার্ডের কড়া সমালোচনায় ট্রাম্পের অস্বস্তি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও নিজের অবস্থানে এখনও অনড় রয়েছেন ট্রাম্প।
সম্প্রতি সংবাদমাধ্যম ‘রাশিয়া টুডে’কে দেওয়া পডকাস্ট সাক্ষাৎকারে নয়াদিল্লি-ওয়াশিংটনের শুল্কসংঘাত নিয়ে মুখ খোলেন অর্থনীতিবিদ উল্ফ। বলেন, ‘‘এ ব্যাপারে বিশ্বের সর্বাধিক কঠিন ব্যক্তির মতো আচরণ করছে আমেরিকা। কিন্তু মনে রাখতে হবে, রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী দুনিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশ হল ভারত। এই অবস্থায় ওদের কী করতে হবে, সেই নির্দেশ দিচ্ছে যুক্তরাষ্ট্র! দেখে মনে হচ্ছে, একটা ইঁদুর মুষ্টি পাকিয়ে হাতিকে আঘাত করছে।’’