চারটি ভারতীয় ভাষায় রিমেক হওয়ার পর দৃশ্যমের সিনেমার রিমেক হয়েছিল শ্রীলঙ্কাতেও। ২০১৭ সালে শ্রীলঙ্কাতে এই সিনেমাটি পুনর্নিমিত হয়েছিল। সিংহলি ভাষার তৈরি হওয়া এই রিমেকের নাম ছিল ‘ধর্মযুদ্ধ’। পরিচালনা করেন চেইয়ার রবি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন জ্যাকসন অ্যান্টনি। এ ছাড়াও ছিলেন দিলহানি একনায়েকে এবং কুসুম রেণু।