Advertisement
১০ মে ২০২৪
Drishyam 2

চিনেও রিমেক করা হয়েছে ‘দৃশ্যম’! বিভিন্ন দেশে এখনও চলছে প্রথম ভাগের রিমেক বানানোর কাজ

সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে ২০১৫ সালে বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া হিন্দি সিনেমা ‘দৃশ্যম’-এর সিক্যুয়েল ‘দৃশ্যম-২’। বিজয় সালগাঁওকরের চরিত্রে ফিরে এসেছেন অজয় দেবগন।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১০:২১
Share: Save:
০১ ১৮
সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে ২০১৫ সালে বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া হিন্দি সিনেমা ‘দৃশ্যম’-এর সিক্যুয়েল ‘দৃশ্যম-২’।  বিজয় সালগাঁওকারের চরিত্রে ফিরে এসেছেন অজয় দেবগন। মুক্তির প্রথম দিনে এই সিনেমা ‘দৃশ্যম’-এর মতোই ঝড় তুলেছে।

সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে ২০১৫ সালে বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া হিন্দি সিনেমা ‘দৃশ্যম’-এর সিক্যুয়েল ‘দৃশ্যম-২’। বিজয় সালগাঁওকারের চরিত্রে ফিরে এসেছেন অজয় দেবগন। মুক্তির প্রথম দিনে এই সিনেমা ‘দৃশ্যম’-এর মতোই ঝড় তুলেছে।

০২ ১৮
মুক্তির প্রথম দিনেই প্রায় ১৬ কোটি টাকার ব্যবসা করেছে ‘দৃশ্যম-২’। সিনেমা সমালোচকরাও এই ছবির প্রশংসা করেছেন।

মুক্তির প্রথম দিনেই প্রায় ১৬ কোটি টাকার ব্যবসা করেছে ‘দৃশ্যম-২’। সিনেমা সমালোচকরাও এই ছবির প্রশংসা করেছেন।

০৩ ১৮
‘দৃশ্যম’ সিনেমাটি ২০১৩-তে মুক্তি পাওয়া মোহনলাল অভিনীত মালয়ালম ছবির রিমেক। জিতু জোসেফ পরিচালিত সেই সিনেমার নামও ছিল ‘দৃশ্যম’।

‘দৃশ্যম’ সিনেমাটি ২০১৩-তে মুক্তি পাওয়া মোহনলাল অভিনীত মালয়ালম ছবির রিমেক। জিতু জোসেফ পরিচালিত সেই সিনেমার নামও ছিল ‘দৃশ্যম’।

০৪ ১৮
২০২১-এ মোহনলালকে নিয়ে এই সিনেমার সিক্যুয়েল ‘দৃশ্যম-২’ বানান জিতু। শুক্রবার মুক্তি পাওয়া অজয়ের ‘দৃশ্যম-২’ সেই সিনেমার রিমেক।

২০২১-এ মোহনলালকে নিয়ে এই সিনেমার সিক্যুয়েল ‘দৃশ্যম-২’ বানান জিতু। শুক্রবার মুক্তি পাওয়া অজয়ের ‘দৃশ্যম-২’ সেই সিনেমার রিমেক।

০৫ ১৮
মোহনলালের ‘দৃশ্যম’-এর দু’টি সিনেমারই পরিচালনা করেছেন জিতু। কিন্তু অজয়ের ‘দৃশ্যম’-এর প্রথম ভাগটি নিশিকান্ত কামাত পরিচালনা করলেও, ক্যানসার আক্রান্ত হয়ে তিনি মারা যাওয়ায় দ্বিতীয় ভাগটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।

মোহনলালের ‘দৃশ্যম’-এর দু’টি সিনেমারই পরিচালনা করেছেন জিতু। কিন্তু অজয়ের ‘দৃশ্যম’-এর প্রথম ভাগটি নিশিকান্ত কামাত পরিচালনা করলেও, ক্যানসার আক্রান্ত হয়ে তিনি মারা যাওয়ায় দ্বিতীয় ভাগটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।

০৬ ১৮
জিতুর ‘দৃশ্যম’ এতটাই জনপ্রিয় হয়েছিল যে সিনেমাটি শুধু হিন্দিতেই নয়, আরও একাধিক ভাষায় রিমেক করা হয়।

জিতুর ‘দৃশ্যম’ এতটাই জনপ্রিয় হয়েছিল যে সিনেমাটি শুধু হিন্দিতেই নয়, আরও একাধিক ভাষায় রিমেক করা হয়।

০৭ ১৮
মোট ৭টি ভাষায় রিমেক করা হয়েছে জিতু পরিচালিত ‘দৃশ্যম’। তার মধ্যেই একটি অজয় দেবগন অভিনীত ছবিটি।

মোট ৭টি ভাষায় রিমেক করা হয়েছে জিতু পরিচালিত ‘দৃশ্যম’। তার মধ্যেই একটি অজয় দেবগন অভিনীত ছবিটি।

০৮ ১৮
এমনকি, জিতু পরিচালিত এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের সেই মুষ্টিমেয় সিনেমার মধ্যে পড়ে যা অনেকগুলি ভাষায় তৈরি করা হয়েছে।

এমনকি, জিতু পরিচালিত এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের সেই মুষ্টিমেয় সিনেমার মধ্যে পড়ে যা অনেকগুলি ভাষায় তৈরি করা হয়েছে।

০৯ ১৮
‘দৃশ্যম’ সিনেমাটি প্রথম রিমেক করা হয় কন্নড় ভাষায়। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন ভি রবিচন্দ্রন। এ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছিলেন নভ্যা নায়ার এবং আশা শরৎ। কন্নড়ে রিমেক হওয়া এই সিনেমা পরিচালনা করেছিলেন পি ভাসু।

‘দৃশ্যম’ সিনেমাটি প্রথম রিমেক করা হয় কন্নড় ভাষায়। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন ভি রবিচন্দ্রন। এ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছিলেন নভ্যা নায়ার এবং আশা শরৎ। কন্নড়ে রিমেক হওয়া এই সিনেমা পরিচালনা করেছিলেন পি ভাসু।

১০ ১৮
২০১৪-র শেষের দিকে তেলুগুতেও জিতুর দৃশ্যমের রিমেক করা হয়েছিল। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেন ডগ্গুবাটি ভেঙ্কটেশ। মীনা এবং নাধিয়াও অভিনয় করেন যথাক্রমে তাঁর স্ত্রী এবং মেয়ের চরিত্রে। এই সিনেমার পরিচালক ছিলেন তেলুগু অভিনেত্রী শ্রীপ্রিয়া।

২০১৪-র শেষের দিকে তেলুগুতেও জিতুর দৃশ্যমের রিমেক করা হয়েছিল। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেন ডগ্গুবাটি ভেঙ্কটেশ। মীনা এবং নাধিয়াও অভিনয় করেন যথাক্রমে তাঁর স্ত্রী এবং মেয়ের চরিত্রে। এই সিনেমার পরিচালক ছিলেন তেলুগু অভিনেত্রী শ্রীপ্রিয়া।

১১ ১৮
এক বছর পরে অর্থাৎ, ২০১৫ সালে তামিলেও এই সিনেমা রিমেক করা হয়েছিল। তামিলে তৈরি হওয়া সেই সিনেমার নাম ছিল ‘পাপনাশম’। এই সিনেমায় মোহনলালের করা চরিত্রে অভিনয় করেন কমল হাসন।

এক বছর পরে অর্থাৎ, ২০১৫ সালে তামিলেও এই সিনেমা রিমেক করা হয়েছিল। তামিলে তৈরি হওয়া সেই সিনেমার নাম ছিল ‘পাপনাশম’। এই সিনেমায় মোহনলালের করা চরিত্রে অভিনয় করেন কমল হাসন।

১২ ১৮
এই সিনেমায় কমলের স্ত্রী এবং বড় মেয়ের চরিত্রে যথাক্রমে অভিনয় করেন গৌতমী এবং আশা শরৎ। এই সিনেমা পরিচালনা করেন জিতু নিজেই। তামিল রিমেক এবং অজয় অভিনীত হিন্দি রিমেকটি একই মাসে মুক্তি পেয়েছিল।

এই সিনেমায় কমলের স্ত্রী এবং বড় মেয়ের চরিত্রে যথাক্রমে অভিনয় করেন গৌতমী এবং আশা শরৎ। এই সিনেমা পরিচালনা করেন জিতু নিজেই। তামিল রিমেক এবং অজয় অভিনীত হিন্দি রিমেকটি একই মাসে মুক্তি পেয়েছিল।

১৩ ১৮
চারটি ভারতীয় ভাষায় রিমেক হওয়ার পর দৃশ্যমের সিনেমার রিমেক হয়েছিল শ্রীলঙ্কাতেও। ২০১৭ সালে শ্রীলঙ্কাতে এই সিনেমাটি পুনর্নিমিত হয়েছিল। সিংহলি ভাষার তৈরি হওয়া এই রিমেকের নাম ছিল ‘ধর্মযুদ্ধ’। পরিচালনা করেন চেইয়ার রবি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন জ্যাকসন অ্যান্টনি। এ ছাড়াও ছিলেন দিলহানি একনায়েকে এবং কুসুম রেণু।

চারটি ভারতীয় ভাষায় রিমেক হওয়ার পর দৃশ্যমের সিনেমার রিমেক হয়েছিল শ্রীলঙ্কাতেও। ২০১৭ সালে শ্রীলঙ্কাতে এই সিনেমাটি পুনর্নিমিত হয়েছিল। সিংহলি ভাষার তৈরি হওয়া এই রিমেকের নাম ছিল ‘ধর্মযুদ্ধ’। পরিচালনা করেন চেইয়ার রবি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন জ্যাকসন অ্যান্টনি। এ ছাড়াও ছিলেন দিলহানি একনায়েকে এবং কুসুম রেণু।

১৪ ১৮
শুধু তা-ই নয়, দৃশ্যমই প্রথম ভারতীয় সিনেমা যার রিমেক করা হয়েছে চিনে। ২০১৯ সালে করা হয়েছিল এই রিমেক। ম্যান্ডারিনে তৈরি এই সিনেমার নাম দেওয়া হয় ‘উ শা’।

শুধু তা-ই নয়, দৃশ্যমই প্রথম ভারতীয় সিনেমা যার রিমেক করা হয়েছে চিনে। ২০১৯ সালে করা হয়েছিল এই রিমেক। ম্যান্ডারিনে তৈরি এই সিনেমার নাম দেওয়া হয় ‘উ শা’।

১৫ ১৮
এই সিনেমাটি পরিচালনা করেন স্যাম কোয়া। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন চিনের জনপ্রিয় অভিনেতা জিয়াও ইয়াং। এ ছাড়াও অভিনয় করেন তান ঝুও।

এই সিনেমাটি পরিচালনা করেন স্যাম কোয়া। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন চিনের জনপ্রিয় অভিনেতা জিয়াও ইয়াং। এ ছাড়াও অভিনয় করেন তান ঝুও।

১৬ ১৮
ছ’টি ভাষায় ছবিটির রিমেক হওয়ার পর ২০২১ সালে ঘোষণা করা হয়, খুব শীঘ্রই ইন্দোনেশিয়াতেও তৈরি হবে এই সিনেমা।

ছ’টি ভাষায় ছবিটির রিমেক হওয়ার পর ২০২১ সালে ঘোষণা করা হয়, খুব শীঘ্রই ইন্দোনেশিয়াতেও তৈরি হবে এই সিনেমা।

১৭ ১৮
‘দৃশ্যম’ চতুর্থ ভারতীয় চলচ্চিত্র যা ৭টি ভাষায় পুনর্নির্মিত। পাশাপাশি এটি দ্বিতীয় ভারতীয় ছবি, যা তিনটি বিদেশি ভাষায় তৈরি হয়েছে।

‘দৃশ্যম’ চতুর্থ ভারতীয় চলচ্চিত্র যা ৭টি ভাষায় পুনর্নির্মিত। পাশাপাশি এটি দ্বিতীয় ভারতীয় ছবি, যা তিনটি বিদেশি ভাষায় তৈরি হয়েছে।

১৮ ১৮
প্রথমটি ছিল যশ চোপড়া পরিচালিত ‘দিওয়ার’। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমা তিনটি বিদেশি ভাষায় রিমেক করা হয়েছিল।

প্রথমটি ছিল যশ চোপড়া পরিচালিত ‘দিওয়ার’। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমা তিনটি বিদেশি ভাষায় রিমেক করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE