দুই সেনাপতির ঝগড়ায় রক্তাক্ত গোটা দেশ! সংশ্লিষ্ট বিবাদকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধে জড়িয়েছে সে দেশের আমজনতাও। এ-হেন পরিস্থিতিতে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-র মতো রণাঙ্গনে আত্মপ্রকাশ ঘটেছে সামরিক ড্রোনের। চালকহীন বিমান হামলায় অধিকাংশ সময় প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। এই গণহত্যার সঙ্গে আবার যুক্ত হয়েছে তীব্র খাদ্যসঙ্কট। ফলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঘরোয়া কোন্দল তাঁদের সামনে ‘নরকের দরজা’ খুলে দিয়েছে বললে অত্যুক্তি হবে না।
লোহিত সাগর তীরবর্তী উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদান। ২০২৩ সালে ১৫ এপ্রিল মুখোমুখি সংঘর্ষে জড়ায় সেখানকার সামরিক সরকারের দুই গোষ্ঠী। এর অবশ্যম্ভাবী পরিণতি হল গৃহযুদ্ধ। আড়াই বছর পেরিয়ে লড়াই থামার কোনও নাম-গন্ধ নেই। উল্টে দিনকে দিন বাড়ছে মৃতের সংখ্যা। এ-হেন রক্তক্ষয়ী ঘরোয়া কোন্দলের যুযুধান দুই পক্ষ হল সুদানি সশস্ত্র বাহিনী (সুদানিজ় আর্মড ফোর্স বা এসএএফ) এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।