Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Entertainment Gallery

বিয়ের আট বছর পার, এখনও সঙ্গে ইলেকট্রিক কুকার রাখেন সাক্ষী, কেন জানেন?

প্রথম দর্শনে প্রেম? উহুঁ। দেখতে দেখতে প্রায় আট বছর পেরিয়ে গিয়েছে তাঁদের বিয়েরও। কেমন সময় কাটাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী।

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ১২:০০
Share: Save:
০১ ১৩
ভালবাসায় মজে থাকেন এই যুগল। নিজেদের খুনসুটির ছবি মাহির স্ত্রী সাক্ষী প্রায়ই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। প্রতি বছরে বিবাহবার্ষিকীতে চুটিয়ে মজা করেন দু’জন।

ভালবাসায় মজে থাকেন এই যুগল। নিজেদের খুনসুটির ছবি মাহির স্ত্রী সাক্ষী প্রায়ই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। প্রতি বছরে বিবাহবার্ষিকীতে চুটিয়ে মজা করেন দু’জন।

০২ ১৩
মাহির ভক্তরা কিন্তু সাক্ষীকে নিয়েও বেশ মাতামাতিই করেন। দেশকে এত বছর বাদে যিনি বিশ্বকাপ এনে দিলেন, তাঁর স্ত্রীকেও সমান পছন্দ করেন ক্যাপ্টেন কুলের অনুরাগীরা। তাই বিবাহবার্ষিকীতে দু’জনের ছবি এঁকেই ‘উইশ’ করেন ফ্যানেরা।

মাহির ভক্তরা কিন্তু সাক্ষীকে নিয়েও বেশ মাতামাতিই করেন। দেশকে এত বছর বাদে যিনি বিশ্বকাপ এনে দিলেন, তাঁর স্ত্রীকেও সমান পছন্দ করেন ক্যাপ্টেন কুলের অনুরাগীরা। তাই বিবাহবার্ষিকীতে দু’জনের ছবি এঁকেই ‘উইশ’ করেন ফ্যানেরা।

০৩ ১৩
বন্ধুবান্ধবের সঙ্গে বেড়াতে যেতে বেশ ভালবাসেন এই দম্পতি। এমনিতে ‘প্রাইভেট পার্সন’ হলেও সেই ছবি আপলোড করতে ভোলেন না সোশ্যাল মিডিয়ায়। ধোনি আর সাক্ষীর পছন্দের একটা জায়গা হল হিলস্টেশন মুসৌরি।

বন্ধুবান্ধবের সঙ্গে বেড়াতে যেতে বেশ ভালবাসেন এই দম্পতি। এমনিতে ‘প্রাইভেট পার্সন’ হলেও সেই ছবি আপলোড করতে ভোলেন না সোশ্যাল মিডিয়ায়। ধোনি আর সাক্ষীর পছন্দের একটা জায়গা হল হিলস্টেশন মুসৌরি।

০৪ ১৩
মহেন্দ্র সিংহ ধোনির ভূমিকায় সুশান্ত সিংহ রাজপুত আর সাক্ষীর ভূমিকায় কিয়ারা আডবাণী। মাহির বায়োপিক ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাটা যেন বড্ড বেশি বিতর্কহীন। নিন্দুকেরা বলে, ধোনির আইনজীবীদের কড়া নির্দেশ ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেনের বায়োপিকে যেন কোনও নেতিবাচক দিক না দেখানো হয়।

মহেন্দ্র সিংহ ধোনির ভূমিকায় সুশান্ত সিংহ রাজপুত আর সাক্ষীর ভূমিকায় কিয়ারা আডবাণী। মাহির বায়োপিক ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমাটা যেন বড্ড বেশি বিতর্কহীন। নিন্দুকেরা বলে, ধোনির আইনজীবীদের কড়া নির্দেশ ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেনের বায়োপিকে যেন কোনও নেতিবাচক দিক না দেখানো হয়।

০৫ ১৩
স্বামীর বিরুদ্ধে কেউ অপপ্রচার চালালে তাঁকে সোশ্যাল মিডিয়ায় একহাত নিতে ভোলেন না সাক্ষী। তবে বিন্দু দারা সিংহের পাশে বসে আইপিএল দেখার কারণেই হোক বা অন্য কিছু, সাক্ষীর নাম জড়িয়েছিল ম্যাচ গড়াপেটাতেও। যদিও তার কোনও প্রমাণ মেলেনি।

স্বামীর বিরুদ্ধে কেউ অপপ্রচার চালালে তাঁকে সোশ্যাল মিডিয়ায় একহাত নিতে ভোলেন না সাক্ষী। তবে বিন্দু দারা সিংহের পাশে বসে আইপিএল দেখার কারণেই হোক বা অন্য কিছু, সাক্ষীর নাম জড়িয়েছিল ম্যাচ গড়াপেটাতেও। যদিও তার কোনও প্রমাণ মেলেনি।

০৬ ১৩
ট্যাটু একটা ফ্যাশন স্টেটমেন্ট। কিন্তু প্রিয়জনের নামটা নিজের মনের মতোই ট্যাটুতেও লিখে রাখা যায় বই কি। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেনসে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন সবার নজরে এল সাক্ষীর বাঁ কানের পাশে ট্যাটুতে লেখা রয়েছে ‘মাহি’।

ট্যাটু একটা ফ্যাশন স্টেটমেন্ট। কিন্তু প্রিয়জনের নামটা নিজের মনের মতোই ট্যাটুতেও লিখে রাখা যায় বই কি। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেনসে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালীন সবার নজরে এল সাক্ষীর বাঁ কানের পাশে ট্যাটুতে লেখা রয়েছে ‘মাহি’।

০৭ ১৩
মাহি আর সাক্ষীর প্রেম তখনও শুরু হয়নি। প্রথম প্রেমিকা প্রিয়ঙ্কা ঝা মারা গিয়েছেন দুর্ঘটনায়। ধোনি খানিকটা বিপর্যস্তই ছিলেন। তখনই নাকি আলাপ দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাই লক্ষ্মীর সঙ্গে। ২০০৫ সাল নাগাদ এই অভিনেত্রীর সঙ্গে ক্যাপ্টেন কুলের সম্পর্ক নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও ধোনি নিজে কখনও তা স্বীকার করেননি।

মাহি আর সাক্ষীর প্রেম তখনও শুরু হয়নি। প্রথম প্রেমিকা প্রিয়ঙ্কা ঝা মারা গিয়েছেন দুর্ঘটনায়। ধোনি খানিকটা বিপর্যস্তই ছিলেন। তখনই নাকি আলাপ দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাই লক্ষ্মীর সঙ্গে। ২০০৫ সাল নাগাদ এই অভিনেত্রীর সঙ্গে ক্যাপ্টেন কুলের সম্পর্ক নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও ধোনি নিজে কখনও তা স্বীকার করেননি।

০৮ ১৩
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি সাক্ষী আর ধোনির সংসারে এল এক নতুন অতিথি। তাঁদের আদরের সন্তান জিভা। কিন্তু ধোনি তখন অস্ট্রেলিয়ায়। আইসিসি ওয়ার্ল্ড কাপের জন্য। ব্যস্ত ক্যাপ্টেন কুল-কে না পেয়ে সাক্ষী ধোনি প্রথমে খবরটা দেন সুরেশ রায়নাকে। তাঁর থেকেই মেয়ের কথা জেনেছিলেন মাহি।

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি সাক্ষী আর ধোনির সংসারে এল এক নতুন অতিথি। তাঁদের আদরের সন্তান জিভা। কিন্তু ধোনি তখন অস্ট্রেলিয়ায়। আইসিসি ওয়ার্ল্ড কাপের জন্য। ব্যস্ত ক্যাপ্টেন কুল-কে না পেয়ে সাক্ষী ধোনি প্রথমে খবরটা দেন সুরেশ রায়নাকে। তাঁর থেকেই মেয়ের কথা জেনেছিলেন মাহি।

০৯ ১৩
মেয়ে হওয়ার পর তাঁর জীবন একেবারে পাল্টে গিয়েছে, এটা বহু বার বলেছেন ধোনি।

মেয়ে হওয়ার পর তাঁর জীবন একেবারে পাল্টে গিয়েছে, এটা বহু বার বলেছেন ধোনি।

১০ ১৩
বরের সঙ্গে খুনসুটির ছবি পোস্ট করতে বেশ পছন্দ করেন সাক্ষী। কিন্তু তার চেয়েও বেশি পছন্দ রান্নাবান্না। তাই মাহির সঙ্গে হোক বা নিজে, যেখানেই যান একটা ইলেকট্রিক কুকার সঙ্গে নিয়ে যেতে ভোলেন না তিনি। হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী বলে কথা!

বরের সঙ্গে খুনসুটির ছবি পোস্ট করতে বেশ পছন্দ করেন সাক্ষী। কিন্তু তার চেয়েও বেশি পছন্দ রান্নাবান্না। তাই মাহির সঙ্গে হোক বা নিজে, যেখানেই যান একটা ইলেকট্রিক কুকার সঙ্গে নিয়ে যেতে ভোলেন না তিনি। হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী বলে কথা!

১১ ১৩
প্রেমের সূত্রপাত কিন্তু সিটি অব জয় কলকাতাতেই। তাজ হোটেলে ইন্টার্নশিপ করছেন তখন সাক্ষী, আর ধোনি পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে এসেছিলেন কলকাতার ইডেন গার্ডেন্সে। যদিও দুই পরিবারের মধ্যে পরিচয় ছিল। তবে যোগাযোগ ছিল না দশ বছর। ফের আলাপ হল এক ‘কমন ফ্রেন্ড’-এর মাধ্যমে। কমন ফ্রেন্ডের থেকে সাক্ষীর ফোন নম্বরটা নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।

প্রেমের সূত্রপাত কিন্তু সিটি অব জয় কলকাতাতেই। তাজ হোটেলে ইন্টার্নশিপ করছেন তখন সাক্ষী, আর ধোনি পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে এসেছিলেন কলকাতার ইডেন গার্ডেন্সে। যদিও দুই পরিবারের মধ্যে পরিচয় ছিল। তবে যোগাযোগ ছিল না দশ বছর। ফের আলাপ হল এক ‘কমন ফ্রেন্ড’-এর মাধ্যমে। কমন ফ্রেন্ডের থেকে সাক্ষীর ফোন নম্বরটা নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।

১২ ১৩
সাক্ষী প্রথমে কিন্তু মোটেও পাত্তা দেননি মহেন্দ্র সিংহ ধোনিকে। তাঁর নম্বরে অচেনা নম্বর থেকে মেসেজ দেখে ভাবতেন, নির্ঘাত কেউ ক্যাপ্টেন কুল সেজে সাক্ষীকে বোকা বানাতে চাইছে। কিন্তু মেসেজগুলো করতেন ধোনি নিজেই! 

সাক্ষী প্রথমে কিন্তু মোটেও পাত্তা দেননি মহেন্দ্র সিংহ ধোনিকে। তাঁর নম্বরে অচেনা নম্বর থেকে মেসেজ দেখে ভাবতেন, নির্ঘাত কেউ ক্যাপ্টেন কুল সেজে সাক্ষীকে বোকা বানাতে চাইছে। কিন্তু মেসেজগুলো করতেন ধোনি নিজেই! 

১৩ ১৩
২০০৮ সালের মার্চ থেকে ডেট করা শুরু করেন মাহি আর সাক্ষী। তবে সাত পাকে বাঁধা ২০১০ সালের ৪ জুলাই। দেহরাদূনের একটা রিসর্টে। সব্যসাচীর তৈরি লাল আর সবুজ লেহেঙ্গাটি যে ক্যাপ্টেন কুলের স্ত্রী বিয়েতে পরবেন, তা কিন্তু আগে জানতেনই না এই ফ্যাশন ডিজাইনার।

২০০৮ সালের মার্চ থেকে ডেট করা শুরু করেন মাহি আর সাক্ষী। তবে সাত পাকে বাঁধা ২০১০ সালের ৪ জুলাই। দেহরাদূনের একটা রিসর্টে। সব্যসাচীর তৈরি লাল আর সবুজ লেহেঙ্গাটি যে ক্যাপ্টেন কুলের স্ত্রী বিয়েতে পরবেন, তা কিন্তু আগে জানতেনই না এই ফ্যাশন ডিজাইনার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE