Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রিয়্যালিটি শো জিততে পারেননি, তবুও লাইমলাইটে এঁরা

এমন অনেকেই আছেন যাঁরা রিয়্যালিটি শোয়ে অংশ নিলেও শেষ পর্যন্ত জিততে পারেননি। তবুও তাঁরা ট্যালেন্টের জোরে লাইমলাইটের আলো নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছেন। আসুন জানা যাক এমন কিছু মানুষের কথা—

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ২০:১৩
Share: Save:
০১ ০৮
মোনালি ঠাকুর: ইন্ডিয়ান আইডলে অংশ নিয়েছিলেন। কিন্তুজিততে পারেননি। প্রতিযোগিতায় তাঁর সুরের দৌড় থমকে গিয়েছিল নবম স্থানেই। তবে বলিউডে একের পর এক প্লেব্যাক করে চলেছেন এই বাঙালি গায়িকা। সম্প্রতি ‘মোহ মোহ ধাগে’ গানটির জন্য মোনালিজাতীয় পুরস্কার জিতে নিয়েছেন।

মোনালি ঠাকুর: ইন্ডিয়ান আইডলে অংশ নিয়েছিলেন। কিন্তুজিততে পারেননি। প্রতিযোগিতায় তাঁর সুরের দৌড় থমকে গিয়েছিল নবম স্থানেই। তবে বলিউডে একের পর এক প্লেব্যাক করে চলেছেন এই বাঙালি গায়িকা। সম্প্রতি ‘মোহ মোহ ধাগে’ গানটির জন্য মোনালিজাতীয় পুরস্কার জিতে নিয়েছেন।

০২ ০৮
নেহা কক্কর: সারেগামাপা লিটল চ্যাম্প-এর এই মিষ্টিবিচারকেরএক্সপ্রেশন তো ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছিল। তবে তাঁর খ্যাতির মূল কারণ একের পর এক হিট হিন্দি গান। তবে ইন্ডিয়ান আইডল টু’তে অংশ নিলেওতিনি সে সময় জিততে পারেননি।

নেহা কক্কর: সারেগামাপা লিটল চ্যাম্প-এর এই মিষ্টিবিচারকেরএক্সপ্রেশন তো ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছিল। তবে তাঁর খ্যাতির মূল কারণ একের পর এক হিট হিন্দি গান। তবে ইন্ডিয়ান আইডল টু’তে অংশ নিলেওতিনি সে সময় জিততে পারেননি।

০৩ ০৮
অরিজিৎ সিংহ: ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগী ছিলেন অরিজিৎ সিংহ। তখন মাত্র ১৮ বছর বয়স ছিল তাঁর। ষষ্ঠ স্থানে থাকাকালীনই তিনি ওই রিয়্যালিটি শোয়ে বাদ পড়ে যান। এখন সেই অরিজিৎ সিংহের স্ট্যাটাস সবারই জানা।

অরিজিৎ সিংহ: ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগী ছিলেন অরিজিৎ সিংহ। তখন মাত্র ১৮ বছর বয়স ছিল তাঁর। ষষ্ঠ স্থানে থাকাকালীনই তিনি ওই রিয়্যালিটি শোয়ে বাদ পড়ে যান। এখন সেই অরিজিৎ সিংহের স্ট্যাটাস সবারই জানা।

০৪ ০৮
বাণী জে:এই ভিডিও জকি বহুদিন ‘রোডিস’-এর সঙ্গে যুক্ত ছিলেন।তার আগে ওই শোয়ের ফোর্থ সিজনে প্রতিযোগী ছিলেন তিনি। তাঁর অ্যাপিয়ারেন্স-এ মুগ্ধ হয়ে চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে রোডিসের হোস্ট হিসেবে নিয়োগ করে।

বাণী জে:এই ভিডিও জকি বহুদিন ‘রোডিস’-এর সঙ্গে যুক্ত ছিলেন।তার আগে ওই শোয়ের ফোর্থ সিজনে প্রতিযোগী ছিলেন তিনি। তাঁর অ্যাপিয়ারেন্স-এ মুগ্ধ হয়ে চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে রোডিসের হোস্ট হিসেবে নিয়োগ করে।

০৫ ০৮
অমিত টন্ডন:ইন্ডিয়ান আইডল ভারতের রিয়্যালিটি জগতে আলোড়ন তৈরি করেছিল। আর সেই শোয়ের প্রথম সিজনের দ্বিতীয়প্রতিযোগী হিসেবেঅমিত টন্ডন বাদ পড়ে যান। তবে টেলি-জগতে তাঁর ক্যারিশ্মা এখনও জারি।

অমিত টন্ডন:ইন্ডিয়ান আইডল ভারতের রিয়্যালিটি জগতে আলোড়ন তৈরি করেছিল। আর সেই শোয়ের প্রথম সিজনের দ্বিতীয়প্রতিযোগী হিসেবেঅমিত টন্ডন বাদ পড়ে যান। তবে টেলি-জগতে তাঁর ক্যারিশ্মা এখনও জারি।

০৬ ০৮
ভূমি ত্রিবেদী: এই গুজরাতি গায়িকা ইন্ডিয়ান আইডল থ্রি-এর ফাইনালিস্ট ছিলেন।  তবে জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে তিনি শো থেকে সরে দাঁড়ান। ফের ওই শোয়ের ফোর্থ সিজনেঅংশ নেন। তবে এ বার তাঁর এক ঘনিষ্ঠমারা যাওয়ায় ফের শো থেকে নিজের নাম তুলে নেন ভূমি। এখানেই শেষ নয়,পঞ্চম সিজনে অংশ নিয়ে রানার আপ হন। এর পর অনেকগুলি বলিউডি ছবিতে তাঁর গলা শোনা গিয়েছে।

ভূমি ত্রিবেদী: এই গুজরাতি গায়িকা ইন্ডিয়ান আইডল থ্রি-এর ফাইনালিস্ট ছিলেন। তবে জন্ডিসে আক্রান্ত হওয়ার কারণে তিনি শো থেকে সরে দাঁড়ান। ফের ওই শোয়ের ফোর্থ সিজনেঅংশ নেন। তবে এ বার তাঁর এক ঘনিষ্ঠমারা যাওয়ায় ফের শো থেকে নিজের নাম তুলে নেন ভূমি। এখানেই শেষ নয়,পঞ্চম সিজনে অংশ নিয়ে রানার আপ হন। এর পর অনেকগুলি বলিউডি ছবিতে তাঁর গলা শোনা গিয়েছে।

০৭ ০৮
নিতিভা কল: এক সাধারণপ্রতিযোগী হিসেবে ‘বিগ বস ১০’-এর ঘরে এন্ট্রি নিয়েছিলেন নিতিভা। সাধারণ প্রতিযোগী হিসেবেইতারকাদের সঙ্গে সমানে টক্কর দিয়ে গিয়েছেন তিনি। তবে রিয়্যালিটি শোয়ে শেষ অবধি টিকে থাকতে পারেননি তিনি। তাতে কী, শো থেকে বেরিয়ে এসে ‘ডেট টু রিমেম্বার’ নামে একটি শোয়ের হোস্ট হয়েছেন নিতিভা।

নিতিভা কল: এক সাধারণপ্রতিযোগী হিসেবে ‘বিগ বস ১০’-এর ঘরে এন্ট্রি নিয়েছিলেন নিতিভা। সাধারণ প্রতিযোগী হিসেবেইতারকাদের সঙ্গে সমানে টক্কর দিয়ে গিয়েছেন তিনি। তবে রিয়্যালিটি শোয়ে শেষ অবধি টিকে থাকতে পারেননি তিনি। তাতে কী, শো থেকে বেরিয়ে এসে ‘ডেট টু রিমেম্বার’ নামে একটি শোয়ের হোস্ট হয়েছেন নিতিভা।

০৮ ০৮
মনু পঞ্জাবি: ‘বিগ বস ১০’-এর এই প্রতিযোগীও কামাল দেখিয়েছিলেন। ভোটও পেয়েছিলেন রাশি রাশি। তবে বিধি বাম। শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেননি। বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসে ‘ডেট টু রিমেম্বার’ শো-এর হোস্ট হন মনু পঞ্জাবি।

মনু পঞ্জাবি: ‘বিগ বস ১০’-এর এই প্রতিযোগীও কামাল দেখিয়েছিলেন। ভোটও পেয়েছিলেন রাশি রাশি। তবে বিধি বাম। শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেননি। বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসে ‘ডেট টু রিমেম্বার’ শো-এর হোস্ট হন মনু পঞ্জাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE