Advertisement
০৭ মে ২০২৪
Fahadh Faasil

Fahadh Faasil: ‘পুষ্পা’য় টক্কর অল্লু অর্জুনকে! ইরফানকে দেখে অভিনয়ে ফেরেন ফহাদ

ইরফান খানকে পর্দায় দেখেই ফের সাউন্ড, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফেরা ফহাদের।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩২
Share: Save:
০১ ১৪
কেরিয়ারের প্রথম ছবিতে তুমুল অসফল। এক সময় অভিনয় ছেড়েছুড়ে দেশ থেকেই চলে গিয়েছিলেন। মাঝে ছিল বছর সাতেকের বিরতি। তার পর নয়া অবতারে পর্দায় ফিরেছেন ফহাদ ফাসিল। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর খলনায়ক। বা বলা ভাল— প্রতিনায়ক।

কেরিয়ারের প্রথম ছবিতে তুমুল অসফল। এক সময় অভিনয় ছেড়েছুড়ে দেশ থেকেই চলে গিয়েছিলেন। মাঝে ছিল বছর সাতেকের বিরতি। তার পর নয়া অবতারে পর্দায় ফিরেছেন ফহাদ ফাসিল। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর খলনায়ক। বা বলা ভাল— প্রতিনায়ক।

ছবি: সংগৃহীত।

০২ ১৪
ইরফান খানকে পর্দায় দেখেই ফের সাউন্ড, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফেরা ফহাদের। কেরিয়ারের দ্বিতীয় পর্বে অবশ্য তাঁকে কুর্নিশ করছেন আম জনতা থেকে সমালোচকেরাও। মালয়ালম ছবিতে তো বটেই, দেশের সেরাদের সঙ্গেও ফহাদের নাম করতে শুরু করেছেন তাঁরা।

ইরফান খানকে পর্দায় দেখেই ফের সাউন্ড, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফেরা ফহাদের। কেরিয়ারের দ্বিতীয় পর্বে অবশ্য তাঁকে কুর্নিশ করছেন আম জনতা থেকে সমালোচকেরাও। মালয়ালম ছবিতে তো বটেই, দেশের সেরাদের সঙ্গেও ফহাদের নাম করতে শুরু করেছেন তাঁরা।

ছবি: সংগৃহীত।

০৩ ১৪
‘পুষ্পা... ’-য় মাত্র মিনিট পনেরো পর্দায় ছিলেন ফহাদ। তাতেই নজর কেড়ে নিয়েছেন। তবে এই প্রথম নন। এর আগেও তারকার পাশে হামেশাই ‘নগণ্য’ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে কখন যেন তাঁর দিকে নজর ঘুরে গিয়েছে। তার পর তারকাকে ছাপিয়ে সেই ‘নগণ্য’ চরিত্রই দর্শকদের বেঁধে রেখেছে। সত্তর-আশির দশকের ভরত গোপী বা নেদুমুদি বেণুর মতো মালয়ালম ছবির দুই নামজাদার সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে ফহাদের।

‘পুষ্পা... ’-য় মাত্র মিনিট পনেরো পর্দায় ছিলেন ফহাদ। তাতেই নজর কেড়ে নিয়েছেন। তবে এই প্রথম নন। এর আগেও তারকার পাশে হামেশাই ‘নগণ্য’ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে কখন যেন তাঁর দিকে নজর ঘুরে গিয়েছে। তার পর তারকাকে ছাপিয়ে সেই ‘নগণ্য’ চরিত্রই দর্শকদের বেঁধে রেখেছে। সত্তর-আশির দশকের ভরত গোপী বা নেদুমুদি বেণুর মতো মালয়ালম ছবির দুই নামজাদার সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে ফহাদের।

ছবি: সংগৃহীত।

০৪ ১৪
ভিড়ে মিশে গেলে আলাদা করে চেনা যায় না। তবে ক্যামেরার সামনে দাঁড়ালে বড় বড় তারকাকেও নাকি কাত করে দিতে পারেন ৩৯ বছরের ফহাদ।

ভিড়ে মিশে গেলে আলাদা করে চেনা যায় না। তবে ক্যামেরার সামনে দাঁড়ালে বড় বড় তারকাকেও নাকি কাত করে দিতে পারেন ৩৯ বছরের ফহাদ।

ছবি: সংগৃহীত।

০৫ ১৪
তবে ২০০২ সালে ফহাদের সম্পর্কে সে কথা বলা যায়নি। সে বছর আব্দুল হামিদ মহম্মদ ফওয়াদ ফাসিলের প্রথম ফিল্ম ‘কাইয়েতুম দোরথ’ চূড়ান্ত হতাশা জাগিয়েছিল। ফহাদের বাবা ফাজিলের পরিচালনার তুমুল সমালোচনাও হয়েছিল। তবে ব্যর্থতার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ফহাদ স্বীকার করেছিলেন, ‘‘কোনও রকমের প্রস্তুতি না নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো উচিত হয়নি।’’

তবে ২০০২ সালে ফহাদের সম্পর্কে সে কথা বলা যায়নি। সে বছর আব্দুল হামিদ মহম্মদ ফওয়াদ ফাসিলের প্রথম ফিল্ম ‘কাইয়েতুম দোরথ’ চূড়ান্ত হতাশা জাগিয়েছিল। ফহাদের বাবা ফাজিলের পরিচালনার তুমুল সমালোচনাও হয়েছিল। তবে ব্যর্থতার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ফহাদ স্বীকার করেছিলেন, ‘‘কোনও রকমের প্রস্তুতি না নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো উচিত হয়নি।’’

ছবি: সংগৃহীত।

০৬ ১৪
প্রথম ছবির ব্যর্থতায় অভিনয় জগৎ থেকেই স্বেচ্ছায় নির্বাসন নেন ফহাদ। দেশ ছেড়ে আমেরিকায় শুরু করেন পড়াশোনা। ছাত্রাবস্থায় এক পাকিস্তানির দোকানে নিত্যদিনের জিনিসপত্র কিনতে যেতেন। সেখানেই নতুন করে অভিনয়ের পোকা নড়ে উঠেছিল মাথায়।

প্রথম ছবির ব্যর্থতায় অভিনয় জগৎ থেকেই স্বেচ্ছায় নির্বাসন নেন ফহাদ। দেশ ছেড়ে আমেরিকায় শুরু করেন পড়াশোনা। ছাত্রাবস্থায় এক পাকিস্তানির দোকানে নিত্যদিনের জিনিসপত্র কিনতে যেতেন। সেখানেই নতুন করে অভিনয়ের পোকা নড়ে উঠেছিল মাথায়।

ছবি: সংগৃহীত।

০৭ ১৪
আমেরিকায় থাকাকালীন ওই পাক নাগরিকের দোকানে হিন্দি ছবির ডিভিডি কিনতেন ফহাদ। সে সময়ই ইরফান খানের একটি ছবি দেখেছিলেন তিনি। নারিরুদ্দিন শাহের পরিচালনায় ‘ইউঁ হোতা তো ক্যায়া হোতা’। তাতে ইরফানকে দেখে হতবাক হয়ে যান ফহাদ। অতি-অভিনয় নয়, স্বল্প ভাবভঙ্গিতেই চরিত্রকে স্পষ্ট করে দিচ্ছেন ইরফান। সেই থেকে ইরফানের সিনেমা দেখা শুরু। নতুন করে অভিনয়ে ঝোঁকাও শুরু।

আমেরিকায় থাকাকালীন ওই পাক নাগরিকের দোকানে হিন্দি ছবির ডিভিডি কিনতেন ফহাদ। সে সময়ই ইরফান খানের একটি ছবি দেখেছিলেন তিনি। নারিরুদ্দিন শাহের পরিচালনায় ‘ইউঁ হোতা তো ক্যায়া হোতা’। তাতে ইরফানকে দেখে হতবাক হয়ে যান ফহাদ। অতি-অভিনয় নয়, স্বল্প ভাবভঙ্গিতেই চরিত্রকে স্পষ্ট করে দিচ্ছেন ইরফান। সেই থেকে ইরফানের সিনেমা দেখা শুরু। নতুন করে অভিনয়ে ঝোঁকাও শুরু।

ছবি: সংগৃহীত।

০৮ ১৪
সাত বছর পর সব ছেড়েছুড়ে আমেরিকা থেকে দেশে ফিরে আসেন ফহাদ। এ বার ‘কেরালা ক্যাফে’ নামে কামব্যাক ফিল্মেই কামাল। ২০০৯ সালের ওই মালয়ালম ছবিতে ফহাদের অন্য রূপ দেখেছিলেন দর্শকেরা। তার পর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি।

সাত বছর পর সব ছেড়েছুড়ে আমেরিকা থেকে দেশে ফিরে আসেন ফহাদ। এ বার ‘কেরালা ক্যাফে’ নামে কামব্যাক ফিল্মেই কামাল। ২০০৯ সালের ওই মালয়ালম ছবিতে ফহাদের অন্য রূপ দেখেছিলেন দর্শকেরা। তার পর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি।

০৯ ১৪
কেরিয়ারের দ্বিতীয় পর্বে একের পর এক চরিত্রে নিজেকে হাজির করেছেন ফহাদ। ‘আন্নায়ুম রসুলম’-এ যখন মৃত প্রেমিকার সামনে প্রেম নিবেদন করছেন, দর্শকেরা টের পেয়েছেন তাঁর অনুভূতি। আবার ‘আর্টিস্ট’-এ এক স্বার্থপর দৃষ্টিহীন যখন স্ত্রীর সম্মানহানি করছেন, তখন রাগে ফেটে পড়েছেন অনেকে। ‘নর্থ ২৪ কথম’, ‘রেড ওয়াইন’ অথবা ‘অরু ইন্ডিয়ান প্রণয়কথা’— একের পর এক ছবিতে নিজের সীমারেখা ছাপিয়ে গিয়েছেন ফহাদ।

কেরিয়ারের দ্বিতীয় পর্বে একের পর এক চরিত্রে নিজেকে হাজির করেছেন ফহাদ। ‘আন্নায়ুম রসুলম’-এ যখন মৃত প্রেমিকার সামনে প্রেম নিবেদন করছেন, দর্শকেরা টের পেয়েছেন তাঁর অনুভূতি। আবার ‘আর্টিস্ট’-এ এক স্বার্থপর দৃষ্টিহীন যখন স্ত্রীর সম্মানহানি করছেন, তখন রাগে ফেটে পড়েছেন অনেকে। ‘নর্থ ২৪ কথম’, ‘রেড ওয়াইন’ অথবা ‘অরু ইন্ডিয়ান প্রণয়কথা’— একের পর এক ছবিতে নিজের সীমারেখা ছাপিয়ে গিয়েছেন ফহাদ।

ছবি: সংগৃহীত।

১০ ১৪
অনেকে বলেন, অভিনয় ছাড়াও অন্য আর একটি গুণ রয়েছে ফহাদের। তারকা হওয়ার লোভ নেই। বরং শক্তিশালী চরিত্রের খোঁজে থাকেন তিনি। ফহাদকে এমন বহু ফিল্মে দেখা দিয়েছেন, যেখানে তাঁর চরিত্রে মুখ্য নয়। তবে তিনি নজর কেড়েছেন।

অনেকে বলেন, অভিনয় ছাড়াও অন্য আর একটি গুণ রয়েছে ফহাদের। তারকা হওয়ার লোভ নেই। বরং শক্তিশালী চরিত্রের খোঁজে থাকেন তিনি। ফহাদকে এমন বহু ফিল্মে দেখা দিয়েছেন, যেখানে তাঁর চরিত্রে মুখ্য নয়। তবে তিনি নজর কেড়েছেন।

ছবি: সংগৃহীত।

১১ ১৪
তাঁর প্রতিভার স্বীকৃতিও মিলেছে। ‘আর্টিস্ট’ এবং ‘অরু ইন্ডিয়ান প্রণয়কথা’-তে কেরল সরকারের বিচারে সেরা অভিনেতা হয়েছেন। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ২০১৭ সালে ‘থন্ডিমুথলম দ্রিকসকশিয়ম’-এ সেরা সহ-অভিনেতার সম্মান পান ফহাদ।

তাঁর প্রতিভার স্বীকৃতিও মিলেছে। ‘আর্টিস্ট’ এবং ‘অরু ইন্ডিয়ান প্রণয়কথা’-তে কেরল সরকারের বিচারে সেরা অভিনেতা হয়েছেন। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ২০১৭ সালে ‘থন্ডিমুথলম দ্রিকসকশিয়ম’-এ সেরা সহ-অভিনেতার সম্মান পান ফহাদ।

ছবি: সংগৃহীত।

১২ ১৪
‘পুষ্পা... ’-য় আইপিএস আধিকারিক ভৈরোঁ সিংহ শেখাওয়াতের চরিত্রে ফহাদকে দেখে মুগ্ধ ওই ছবির নায়ক অল্লু অর্জুনও। বলেছেন, ‘‘এই মুহূর্তে দেশের সেরা অভিনেতাদের অন্যতম ফহাদ। ওঁর অভিনয়ের স্টাইলে আমি মুগ্ধ। কোনও প্রম্পটার ছাড়াই অভিনয় করেন। তেলুগু ভাষা জানেন না। ফলে নিজের সংলাপ লিখে নিয়ে বার বার তা পড়তে থাকেন। তার পর পর্দায় এমন ভাবে সংলাপ বলেন, যেন তেলুগু তাঁর মাতৃভাষা!’

‘পুষ্পা... ’-য় আইপিএস আধিকারিক ভৈরোঁ সিংহ শেখাওয়াতের চরিত্রে ফহাদকে দেখে মুগ্ধ ওই ছবির নায়ক অল্লু অর্জুনও। বলেছেন, ‘‘এই মুহূর্তে দেশের সেরা অভিনেতাদের অন্যতম ফহাদ। ওঁর অভিনয়ের স্টাইলে আমি মুগ্ধ। কোনও প্রম্পটার ছাড়াই অভিনয় করেন। তেলুগু ভাষা জানেন না। ফলে নিজের সংলাপ লিখে নিয়ে বার বার তা পড়তে থাকেন। তার পর পর্দায় এমন ভাবে সংলাপ বলেন, যেন তেলুগু তাঁর মাতৃভাষা!’

ছবি: সংগৃহীত।

১৩ ১৪
অভিনয়ের ব্যস্ততার মাঝে বিয়েও সেরে ফেলেছেন ফহাদ। মালয়ালম ছবির নায়িকা নজরিয়া নাজিমের সঙ্গে ‘ব্যাঙ্গালোর ডেজ’-এর সেটে আলাপ। ২০১৪ সালে ওই ফিল্মের শ্যুটিংয়ের ফাঁকেই প্রেমও শুরু। সে বছরই নজরিয়াকে বিয়ে করেন ফহাদ।

অভিনয়ের ব্যস্ততার মাঝে বিয়েও সেরে ফেলেছেন ফহাদ। মালয়ালম ছবির নায়িকা নজরিয়া নাজিমের সঙ্গে ‘ব্যাঙ্গালোর ডেজ’-এর সেটে আলাপ। ২০১৪ সালে ওই ফিল্মের শ্যুটিংয়ের ফাঁকেই প্রেমও শুরু। সে বছরই নজরিয়াকে বিয়ে করেন ফহাদ।

ছবি: সংগৃহীত।

১৪ ১৪
‘পুষ্পা... ’-র সাফল্যের পর এ বার ফহাদের সামনে আরও বড় সুযোগ। তামিল ছবি ‘বিক্রম’-এ কমল হাসনের সঙ্গে দেখা যাবে ফহাদকে।

‘পুষ্পা... ’-র সাফল্যের পর এ বার ফহাদের সামনে আরও বড় সুযোগ। তামিল ছবি ‘বিক্রম’-এ কমল হাসনের সঙ্গে দেখা যাবে ফহাদকে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE