Find your match according to your date of birth and the number dgtl
Numerology prediction
সংখ্যাতেই লুকিয়ে বন্ধুত্ব, পেশা, প্রেম, অঙ্ক কষে বাছতে হবে দাম্পত্যসঙ্গী! সংখ্যা দিয়ে সঙ্গী চিনবেন কী ভাবে?
রাশি মিলিয়ে জুটি বাঁধলে যেমন দাম্পত্য বা প্রেমের সম্পর্ক শক্তপোক্ত হয়, তেমন সংখ্যাতত্ত্ব মিলিয়েও সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া সম্ভব। সেই সংখ্যা জানা থাকলে আপনার রাশিচক্রের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পেতে সুবিধা হবে।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১০:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২২
জীবনে যা কিছু শুভ বা অশুভ ঘটনা ঘটে তার নেপথ্যে বড় প্রভাব থাকে সংখ্যার। জ্যোতিষশাস্ত্রেরই এক শাখা সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্ব হল এমন একটি উপায় যেখানে সংখ্যার মাধ্যমে আমরা মানুষের আচরণ বোঝার চেষ্টা করতে পারি। সংখ্যাতত্ত্বের বিচার সারা পৃথিবীতেই খুবই প্রচলিত এবং গ্রহণযোগ্য। সংখ্যাই বুঝিয়ে দেয় ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন আপনি।
০২২২
আমরা যখন বিবাহ বা ভালবাসার সম্পর্কে জড়াতে চাই তখন বেশির ভাগ সময়েই আমরা রাশি বিচার করতে উঠেপড়ে লাগি। রাশি মিলিয়ে জুটি বাঁধলে যেমন দাম্পত্য বা প্রেমের সম্পর্ক শক্তপোক্ত হয় তেমন সংখ্যাতত্ত্ব মিলিয়েও সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া সম্ভব।
০৩২২
শুভ সংখ্যা দু’ভাবে বার করা যায়। নিজের জন্মতারিখ দিয়ে কিংবা নিজের নামসংখ্যা দিয়ে। যাঁদের জন্মতারিখ মনে নেই বা সঠিক জানা নেই, তাঁদের ক্ষেত্রে শুভ সংখ্যা বার করতে গেলে তাঁদের নামসংখ্যা ব্যবহার করতে হবে।
০৪২২
সংখ্যাতত্ত্বে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার গুরুত্ব সর্বাধিক। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এ ক্ষেত্রে তাঁর জন্মসংখ্যা হবে ১+১= ২। ওই ব্যক্তির শুভ সংখ্যা ২। প্রত্যেকটি সংখ্যা এক একটি গ্রহের সঙ্গে সম্পর্কিত। সংখ্যা জানা থাকলে আপনার রাশিচক্রের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পেতে সুবিধা হবে।
০৫২২
সংখ্যা ১: সংখ্যাতালিকার প্রথম সংখ্যা সূর্য দ্বারা নিয়ন্ত্রিত। এই সংখ্যা যাঁদের, তাঁরা দয়ালু হন। এঁদের সুশৃঙ্খল ব্যক্তিত্ব সকলের নজর কাড়ে। দৃঢ়চেতা এবং মৌলিক দৃষ্টিভঙ্গির অধিকারী হন এঁরা। এগুলি ২, ৩ এবং ৯-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে এই তিন সংখ্যা বেছে নিলে জীবনে শান্তি বিরাজ করে। দাম্পত্যজীবন ও যৌনজীবন সুখের হয়।
০৬২২
সংখ্যা ২ সাধারণত ১-এর অনুসারী হয়। সংখ্যা ১ সর্বদা তাদের উপর আধিপত্য বিস্তার করে। সংখ্যা ৩ এক জন বন্ধু এবং শিক্ষক হতে পারে। সিদ্ধান্তগ্রহণেও সহায়তা করতে পারেন এঁরা। সংখ্যা ১-এর আদর্শ বন্ধু হয় সংখ্যা ৯। এঁদের শক্তির স্তর ভাল থাকে এবং এঁরা ইতিবাচকতা নিয়ে আসে।
০৭২২
সংখ্যা ২: এই সংখ্যাটি চন্দ্রের সংখ্যা বলে পরিচিত। যাঁদের জন্মসংখ্যা ২ তাঁরা আকর্ষণীয় এবং কোমল প্রকৃতির হন। এঁরা জন্ম রোম্যান্টিক হন। তাই এই সংখ্যার অধিকারীদের জীবনসঙ্গীদের জীবনে রোম্যান্টিকতার অভাব ঘটে না। এই সংখ্যাটি ১, ৩ এবং ২-এর সঙ্গে এঁদের খুব মিল হয়।
০৮২২
সংখ্যা ১, ২-এর জাতকেরা কেবল ২-এর সমর্থক নয়, এক জন ভাল বন্ধু এবং পথপ্রদর্শক হতে পারেন। সংখ্যা ৩ কেবল ২-এর বন্ধু নয়, ২-এর পরামর্শদাতাও হয়ে ওঠেন। তাঁরা সব সময় ভাল পরামর্শ দেন। ২ নম্বরের সঙ্গে আধ্যাত্মিক বা দার্শনিক স্তরে দৃঢ় বন্ধন তৈরি করতে পারেন।
০৯২২
সংখ্যা ৩: সংখ্যা ৩-এর নিয়ন্ত্রক হল বৃহস্পতি। যাঁদের জন্মদিন যোগ করলে সংখ্যা তিন আসে তাঁরা একাধারে আধ্যাত্মিক এবং বন্ধুত্বপূর্ণ সুশৃঙ্খল চরিত্রের হয়ে থাকেন। তবে এই সংখ্যার অধিকারীরা কিছুটা স্বার্থপরও হন।
১০২২
আপনার সংখ্যা যদি ১ হয়, তা হলে আপনি সংখ্যা ৩-এর মতোই উচ্চাকাঙ্ক্ষী। ১ ও ৩ উভয়েই তাঁদের পরিকল্পনাগুলি ভাল ভাবে বাস্তবায়িত করতে পারেন। সংখ্যা ৩ এবং ১ কর্তৃত্বপূর্ণ এবং সুশৃঙ্খল। তাই, যে কোনও ধরনের সম্পর্কের জন্য এই দুই সংখ্যার বোঝাপড়া দারুণ। এ ছাড়াও ৩ নম্বরের জাতকেরা সব সময় ৯ নম্বরের জন্য ভাগ্যবান বলে প্রমাণিত হন।
১১২২
সংখ্যা ৪: এই সংখ্যাটিকে রাহুর সংখ্যা বলে ধরা হয়। এর অধিকারী ব্যক্তিরা প্রতিবাদী ব্যক্তিত্ব বলে পরিচিত হন। আবেগপ্রবণ এবং মেজাজি স্বভাবের হয়ে থাকেন এঁরা। জীবনে ঘন ঘন উত্থান-পতনের সম্মুখীন হতে হয়। সাধারণত ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে জন্মগ্রহণ করলে ৪ সংখ্যার অধিকারী হওয়ার সম্ভাবনা দেখা যায়।
১২২২
৫, ৭ এবং ৮ নম্বরের সঙ্গে ভাল মিল হয় ৪-এর। তবে ৫ সংখ্যার কোনও জাতককে জীবনসঙ্গী করা থেকে এড়িয়ে চলাই উচিত ৪-এর জাতকদের। এঁরা ভাল বন্ধু হতে পারেন। ৪-এর জাতকের ভাল বন্ধু, ব্যবসায়িক অংশীদার এবং জীবনসঙ্গী হতে পারে ৭ নম্বর। ৮ নম্বরের জাতকেরা শান্তিপ্রিয়, তবে বিদ্রোহীও। তাঁরা অন্যদের সাহায্য করতে পছন্দ করেন। ৮-এর সঙ্গে মতের মিল খুব দেখা দেয়।
১৩২২
সংখ্যা ৫: এই সংখ্যার উপর বুধের প্রভাব থাকে। সংখ্যা ৫-এর জাতকেরা বুদ্ধিমান। সকলের মন জুগিয়ে চলতে পারেন। এঁদের মন সর্বদা কোনও না কোনও চিন্তায় নিমগ্ন থাকে। স্বভাব অত্যন্ত দৃঢ় হয়।
১৪২২
১, ৪ এবং ৬ জন্মসংখ্যার সঙ্গে ৫ ভাল জুটি বাঁধতে পারে। সংখ্যা ৫-এর জন্য ভাগ্য এবং সামাজিক মর্যাদা বয়ে আনে সংখ্যা ১। কিন্তু ভাল জীবনসঙ্গী হিসাবে বিবেচিত হয় না। তবে ১-এর পরিশ্রম এবং ৫-এর বুদ্ধি এক হলে উভয়ই ব্যবসায়িক ক্ষেত্রে সফল হতে পারে। সংখ্যা ৪-এর জাতকেরা ৫-এর নিখুঁত জীবনসঙ্গী নন। তবে ভাল বন্ধু হতে পারেন। সংখ্যা ৬ কোমল এবং প্রেমময়, তারা ৫-কে তাঁদের অস্থিরতা থেকে মুক্তি পেতে সাহায্য করে।
১৫২২
সংখ্যা ৬: শুক্রের সংখ্যা বলে পরিচিত ৬ সংখ্যাটি ভদ্র এবং কূটনৈতিক ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। কী ভাবে কৌশলে আচরণ করতে হয় এই সংখ্যার অধিকারীরা তা জানেন। স্বভাবে এঁরা কিছুটা ধীর, কামুক এবং রোম্যান্টিক প্রকৃতির হন।
১৬২২
সাদারণত ৬, ১৫ এবং ২৪ তারিখে জন্মগ্রহণকারীদের জন্মসংখ্যা অনেক সময় ৬ হতে দেখা যায়। ৫ সংখ্যার জাতক-জাতিকাদের সঙ্গে এই সংখ্যার জাতকদের বিবাহিত ও দাম্পত্যজীবন সুখের হয়। ৬ সংখ্যার জাতক-জাতিকারা যখন অস্থির হয়ে ওঠেন তখন তাঁদের আদর ও ভালবাসা দিয়ে ভরিয়ে তোলেন ৫ সংখ্যার মানুষেরা। ৮ সংখ্যার জাতক-জাতিকারা ব্যবসায়িক উদ্যোগের জন্য ৬-এর জাতক-জাতিকার জন্য উপকারী।
১৭২২
সংখ্যা ৭: ৭ সংখ্যার অধিকারীদের উপর কেতুর প্রভাব থাকে যথেষ্ট। রহস্যময় আচরণ করতে ভালবাসেন এই সংখ্যার জাতকেরা। স্বপ্নের জগতেই মগ্ন থাকতে বেশি পছন্দ করেন এঁরা। ঘন ঘন মেজাজের পরিবর্তন ঘটে ৭ সংখ্যা জাতকদের। তাই এঁদের সঙ্গী নির্বাচনে সজাগ থাকতে হবে।
১৮২২
এই জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গে ১, ২ এবং ৯ সংখ্যার ব্যক্তিরা জুটি বাঁধলে তা দু’পক্ষের জন্যই শুভ ফল দান করে। দাম্পত্য ও বিবাহিত জীবন সুখের হয়। তবে বিবাহের ক্ষেত্রে ৯ সংখ্যার অধিকারীরা স্বামী ও ৭ সংখ্যার অধিকারিণীরা স্ত্রী হলে, তবেই সেই বিবাহ পূর্ণতা পাবে। উল্টো হলে বিবাহে সমস্যা দেখা দিতে পারে।
১৯২২
সংখ্যা ৮: ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্মানো জাতক-জাতিকাদের জন্মসংখ্যা ৮ হওয়ার সম্ভাবনা দেখা যায়। কঠোর পরিশ্রমী এবং দূরদর্শী মানুষ হন ৮ সংখ্যার জাতকেরা। একই সঙ্গে তাঁদের স্বভাবের জন্য ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে হয়।
২০২২
১ এবং ৮ সংখ্যার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি একে অপরের বিপরীত। এই কারণেই তারা একে অপরকে আকর্ষণ করে। সংখ্যা ১-এর জাতকেরা ৮-এর জাতকদের জন্য বন্ধুত্ব এবং প্রেমের ক্ষেত্রে ভাল। কারণ তাঁরা ৮ সংখ্যার জাতকের জীবন প্রাণবন্ত করে তোলেন। কিন্তু বৈবাহিক সম্পর্কে জড়ালে তা শুভ ফল দান করে না।
২১২২
সংখ্যা ৯: যাঁদের জন্মতারিখে থাকা সংখ্যাগুলি যোগ করে ৯ আসে তাঁদের উপর মঙ্গলের প্রভাব বেশি থাকে। এমনটাই মত জ্যোতিষশাস্ত্রের। ১, ৪ এবং ৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারেন এঁরা।
২২২২
সংখ্যা ১-এর জাতকেরা ৯-এর জন্য সহায়ক এবং ভাল। তাঁরা একসঙ্গে ব্যবসা করতে পারেন। জীবনসঙ্গী এবং বন্ধু হিসাবে সংখ্যা ১ ভাল। ৪ নম্বরের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক এড়িয়ে চলাই ভাল। কারণ তাঁরা ৯-এর বিপরীত। সংখ্যা ৫-এর জাতকেরা ৯-এর প্রতি নিরপেক্ষ আচরণ করেন। তাই এ ক্ষেত্রে বিবাহ সফল হতে পারে।