Advertisement
০৫ মে ২০২৪

২০১৬ সালের প্রথম নেট হিরো মিশেল!

তরমুজ খাওয়া মিশেলের ছবি তার অজান্তেই চটপট করে ক্যামেরাবন্দি করেন এক চিত্রগ্রাহক। কিন্তু নিজের খাওয়ায় মিশেল এতটাই মগ্ন ছিল যে কোনও দিকেই ভ্রুক্ষেপ ছিল না। মিশেলের খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সঙ্গে সঙ্গেই লাইকের বন্যা। টুইটারে এখন নয়া ট্রেন্ড #ওয়াটারমেলনবয়। তরমুজের দৌলতেই আপাতত নেট দুনিয়ার নয়া সেলেব্রিটি অজি বালক মিশেল। নতুন বছরের প্রথম ভাইরাল হওয়া ছবি মিশেল স্কিবেসির। পিপল ম্যাগাজিন মিশেলকে নয়া সালের ‘প্রথম ইন্টারনেট হিরো’-র খেতাবও দিয়েছে।

মিশেল স্কিবেসি

মিশেল স্কিবেসি

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৬ ১৭:২২
Share: Save:

ঐতিহাসিক মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ডে চলছিল একটি ক্রিকেট ম্যাচ। শনিবার খেলা চলছিল মেলবোর্ন স্টার্স এবং মেলবোর্ন রেনেগাডসের মধ্যে খেলা। স্টেডিয়ামে বসে খেলা দেখছিল বছর দশেকের মিশেল স্কিবেসি। কিন্তু কাঁহাতক আর শুকনো মুখে বসে খেলা দেখা যায়। তাই এমনই এমনই হাতে তুলে নিয়েছিল একটি আস্ত তরমুজ। মিশেল খেতে শুরু করে তরমুজটি। তরমুজ খাওয়া মিশেলের ছবি তার অজান্তেই চটপট করে ক্যামেরাবন্দি করেন এক চিত্রগ্রাহক। কিন্তু নিজের খাওয়ায় মিশেল এতটাই মগ্ন ছিল যে কোনও দিকেই ভ্রুক্ষেপ ছিল না। মিশেলের খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সঙ্গে সঙ্গেই লাইকের বন্যা। টুইটারে এখন নয়া ট্রেন্ড #ওয়াটারমেলনবয়। তরমুজের দৌলতেই আপাতত নেট দুনিয়ার নয়া সেলেব্রিটি অজি বালক মিশেল। নতুন বছরের প্রথম ভাইরাল হওয়া ছবি মিশেল স্কিবেসির। পিপল ম্যাগাজিন মিশেলকে নয়া সালের ‘প্রথম ইন্টারনেট হিরো’-র খেতাবও দিয়েছে। নীচের গ্যালারিতে নয়া নেট সেলেব মিশেলের ছবি। ছবি: টুইটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mitchell schibeci first internet hero 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE