ফরাসি ‘ঝোড়ো হাওয়া’র দাপটে লন্ডভন্ড আন্তর্জাতিক অস্ত্রবাজার! সেখানে লড়াকু জেটের প্রসঙ্গ উঠলে সকলের মুখে শোনা যাচ্ছে একটাই নাম, রাফাল। ইতিমধ্যে এই যুদ্ধবিমানের ৩০০তম ইউনিট তৈরির মাধ্যমে ইতিহাস স্পর্শ করেছে প্যারিসের নির্মাণকারী সংস্থা দাসো অ্যাভিয়েশন। এ বার কি তবে লড়াকু জেট উৎপাদনে যাবতীয় রেকর্ড ভেঙে দেবে তারা? কয়েক যোজন পিছিয়ে পড়বে আমেরিকা ও রাশিয়া? রাফালের সাফল্য সংক্রান্ত খবর প্রকাশ্যে আসতেই এই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
চলতি বছরের ৭ অক্টোবর রাফালের ৩০০তম ইউনিট নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করে দাসো অ্যাভিয়েশন। সংস্থার তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘‘লড়াইয়ের ময়দানে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছে আমাদের যুদ্ধবিমান। এর সুফল প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে।’’ বর্তমান বিশ্বে শক্তির নিরিখে আর কোনও লড়াকু জেট রাফালের ধারেকাছে নেই বলেও দাবি করেছে তারা।