৬২ বছরের বর্ণময় জীবন। কী নেই তাতে! হিমালয়ের দুর্গম এলাকায় বোমাবর্ষণ থেকে শুরু করে মাঝ-আকাশে মার্কিন লড়াকু জেট এফ-১৬ উড়িয়ে দেওয়া। সাফল্যের সঙ্গে যাবতীয় অভিযান শেষ করে অবশেষে অবসর নিচ্ছে ভারতীয় বিমানবাহিনীর গর্বের মিগ-২১ যুদ্ধবিমান। বিদায়বেলায় বার বার ঘুরে ফিরে আসছে সাবেক সোভিয়েত ইউনিয়নের (বর্তমানে রাশিয়া) তৈরি সংশ্লিষ্ট লড়াকু জেটটির সাফল্যের কাহিনি, যাকে রূপকথা বললে অত্যুক্তি হবে না।
চলতি বছরের ২৬ সেপ্টেম্বর চণ্ডীগড় ছাউনিতে ‘উড়ন্ত কফিন’ তকমা পাওয়া মিগ-২১কে বিদায় সম্বর্ধনা জানাল ভারতীয় বায়ুসেনা। কয়েক দিন আগেই শেষ বার সংশ্লিষ্ট লড়াকু জেটটি নিয়ে আকাশে ওড়েন এ দেশের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। ককপিট থেকে নেমে আসার পর আবেগঘন ছিলেন তিনি। ১৯৬৩ সালে এ দেশের বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় ‘সুপারসনিক’ (শব্দের চেয়ে গতিশীল) জেট মিগ-২১।