How Much Jitendra Kumar, Neena Gupta & Others Charged Per Episode Revealed Panchayat Season 4 dgtl
Panchayat Season 4 Cast Fees
এত কম পারিশ্রমিক! ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজ়নে অভিনয় করে কত টাকা আয় করলেন নীনা-রঘুবীর-জীতেন্দ্ররা?
সোমবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের চতুর্থ সিজ়ন। এই সিজ়নে অভিনয় করে মন কেড়েছেন জীতেন্দ্র কুমার, নীনা গুপ্ত এবং রঘুবীর যাদবের মতো তারকারা। তবে পারিশ্রমিকের দিক দিয়ে কে এগিয়ে রয়েছেন তা জানেন?
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৪:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
তৃতীয় সিজ়ন মুক্তির পর এক বছরের অপেক্ষার অবসান। সোমবার মধ্যরাতে ওটিটির পর্দায় মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজ়ন। ‘পঞ্চায়েত’-এর এই সিজ়ন নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। কাহিনি কোন খাতে বয়ে যাবে তা জানার জন্য উদ্গ্রীব হয়েছিলেন সকলে। নতুন সিজ়নটি মুক্তির সঙ্গে সঙ্গে প্রিয় তারকাদের পারিশ্রমিক নিয়েও কৌতূহল জেগে উঠেছে ‘পঞ্চায়েত’প্রেমীদের। আটটি পর্বে অভিনয় করে উপার্জনের দিক থেকে এগিয়ে রইলেন কে?
০২১৩
২০২০ সালে মুক্তি পায় ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের প্রথম সিরিজ়। ফুলেরা গ্রামের প্রধান মঞ্জুদেবীর ভূমিকায় অভিনয় করে সকলের মন তখনই জয় করে নিয়েছিলেন নীনা গুপ্ত। যদিও গ্রামপ্রধান হলেও মঞ্জুদেবীর স্বামীকেই ‘প্রধানজি’ বলে সম্বোধন করে গ্রামবাসীরা।
০৩১৩
‘পঞ্চায়েত’ সিরিজ়ে প্রধানজির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রঘুবীর যাদবকে। ওটিটির পর্দায় নীনা এবং রঘুবীরের জুটি দর্শকের কাছে ভালবাসা পেয়েছে অগাধ। জানা গিয়েছে, সিরিজ়ে অভিনয় করে নাকি সমান পারিশ্রমিক পাননি তাঁরা।
০৪১৩
বলিপাড়া সূত্রে খবর, ‘পঞ্চায়েত’ সিরিজ়ের চতুর্থ সিজ়নের প্রতি পর্বে অভিনয় করে ৫০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন নীনা। যেখানে হরদম নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য দেখা যায়, এই সিরিজ়ের ক্ষেত্রেও তা দেখা গিয়েছে। তবে, ঘটনাটি ঘটেছে উল্টো।
০৫১৩
বলিপাড়ার গুঞ্জন, ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের চতুর্থ সিজ়নে অভিনয় করে নীনার চেয়ে নাকি কম উপার্জন করেছেন রঘুবীর। জানা গিয়েছে, প্রতি পর্বে ৪০ হাজার টাকা আয় করেছেন তিনি।
০৬১৩
‘পঞ্চায়েত’ সিরিজ়ে অভিনয় করে কম সময়ের মধ্যে সকলের প্রিয় হয়ে উঠেছেন ফয়জ়ল মালিক। এই সিরিজ়ে প্রহ্লাদচার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘদেহী প্রহ্লাদচার তুলোর মতো নরম মনই দর্শককে আরও আকর্ষণ করেছে।
০৭১৩
‘পঞ্চায়েত’ সিরিজ়ের চতুর্থ সিজ়নের প্রতি পর্বে অভিনয় করে ২০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন ফয়জ়ল।
০৮১৩
‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন চন্দন রায়। তার পর একাধিক সিরিজ় এবং সিনেমায় অভিনয় করলেও ওটিটির পর্দা থেকে বাইরে পা রাখেননি তিনি।
০৯১৩
বলিপাড়ার জনশ্রুতি, ‘পঞ্চায়েত’ সিরিজ়ের চতুর্থ সিজ়নে অভিনয় করে ফয়জ়লের মতো চন্দনও পর্বপ্রতি ২০ হাজার টাকা আয় করেছেন।
১০১৩
বলিউড সূত্রে জানা গিয়েছে যে, ‘পঞ্চায়েত’ সিরিজ়ের চতুর্থ সিজ়নে অভিনয় করে পারিশ্রমিকের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন জীতেন্দ্র কুমার। এই সিরিজ়ের মুখ্যচরিত্র সচিবজির ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
১১১৩
পাঁচ বছর ধরে ফুলেরা গ্রামের সচিবের ভূমিকায় অভিনয় করছেন জীতেন্দ্র। ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজ়নে অভিনয় করে তিনি নাকি মোট সাড়ে ৫ লক্ষ টাকা উপার্জন করেছেন বলে শোনা গিয়েছে।
১২১৩
বলিউডের গুঞ্জন, ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের চতুর্থ সিজ়নের প্রতিটি পর্বে অভিনয়ের জন্য জীতেন্দ্রকে প্রযোজনা সংস্থার তরফে ৭০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।
১৩১৩
‘পঞ্চায়েত’-এ অভিনয় করে নজর কেড়েছেন সানভিকা (চরিত্রনাম রিঙ্কি), অশোক পাঠক (চরিত্রনাম বিনোদ), পঙ্কজ ঝা (চরিত্রনাম চন্দু), সুনীতা রাজওয়ার (চরিত্রনাম ক্রান্তিদেবী), দুর্গেশকুমার (চরিত্রনাম বনরাকস)-সহ আরও অনেকে। তবে তাঁদের পারিশ্রমিক সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।