Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
Panchayat Season 4 Cast Fees

এত কম পারিশ্রমিক! ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজ়নে অভিনয় করে কত টাকা আয় করলেন নীনা-রঘুবীর-জীতেন্দ্ররা?

সোমবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের চতুর্থ সিজ়ন। এই সিজ়নে অভিনয় করে মন কেড়েছেন জীতেন্দ্র কুমার, নীনা গুপ্ত এবং রঘুবীর যাদবের মতো তারকারা। তবে পারিশ্রমিকের দিক দিয়ে কে এগিয়ে রয়েছেন তা জানেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৪:০৪
Share: Save:
০১ ১৩
Panchayat Season 4

তৃতীয় সিজ়ন মুক্তির পর এক বছরের অপেক্ষার অবসান। সোমবার মধ্যরাতে ওটিটির পর্দায় মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজ়ন। ‘পঞ্চায়েত’-এর এই সিজ়ন নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। কাহিনি কোন খাতে বয়ে যাবে তা জানার জন্য উদ্‌গ্রীব হয়েছিলেন সকলে। নতুন সিজ়নটি মুক্তির সঙ্গে সঙ্গে প্রিয় তারকাদের পারিশ্রমিক নিয়েও কৌতূহল জেগে উঠেছে ‘পঞ্চায়েত’প্রেমীদের। আটটি পর্বে অভিনয় করে উপার্জনের দিক থেকে এগিয়ে রইলেন কে?

০২ ১৩
Neena Gupta

২০২০ সালে মুক্তি পায় ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের প্রথম সিরিজ়। ফুলেরা গ্রামের প্রধান মঞ্জুদেবীর ভূমিকায় অভিনয় করে সকলের মন তখনই জয় করে নিয়েছিলেন নীনা গুপ্ত। যদিও গ্রামপ্রধান হলেও মঞ্জুদেবীর স্বামীকেই ‘প্রধানজি’ বলে সম্বোধন করে গ্রামবাসীরা।

০৩ ১৩
Raghubir Yadav

‘পঞ্চায়েত’ সিরিজ়ে প্রধানজির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রঘুবীর যাদবকে। ওটিটির পর্দায় নীনা এবং রঘুবীরের জুটি দর্শকের কাছে ভালবাসা পেয়েছে অগাধ। জানা গিয়েছে, সিরিজ়ে অভিনয় করে নাকি সমান পারিশ্রমিক পাননি তাঁরা।

০৪ ১৩
Neena Gupta

বলিপাড়া সূত্রে খবর, ‘পঞ্চায়েত’ সিরিজ়ের চতুর্থ সিজ়নের প্রতি পর্বে অভিনয় করে ৫০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন নীনা। যেখানে হরদম নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য দেখা যায়, এই সিরিজ়ের ক্ষেত্রেও তা দেখা গিয়েছে। তবে, ঘটনাটি ঘটেছে উল্টো।

০৫ ১৩
Neena Gupta

বলিপাড়ার গুঞ্জন, ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের চতুর্থ সিজ়নে অভিনয় করে নীনার চেয়ে নাকি কম উপার্জন করেছেন রঘুবীর। জানা গিয়েছে, প্রতি পর্বে ৪০ হাজার টাকা আয় করেছেন তিনি।

০৬ ১৩
Faisal Malik

‘পঞ্চায়েত’ সিরিজ়ে অভিনয় করে কম সময়ের মধ্যে সকলের প্রিয় হয়ে উঠেছেন ফয়জ়ল মালিক। এই সিরিজ়ে প্রহ্লাদচার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘদেহী প্রহ্লাদচার তুলোর মতো নরম মনই দর্শককে আরও আকর্ষণ করেছে।

০৭ ১৩
Faisal Malik

‘পঞ্চায়েত’ সিরিজ়ের চতুর্থ সিজ়নের প্রতি পর্বে অভিনয় করে ২০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন ফয়জ়ল।

০৮ ১৩
Chandan Roy

‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন চন্দন রায়। তার পর একাধিক সিরিজ় এবং সিনেমায় অভিনয় করলেও ওটিটির পর্দা থেকে বাইরে পা রাখেননি তিনি।

০৯ ১৩
Chandan Roy

বলিপাড়ার জনশ্রুতি, ‘পঞ্চায়েত’ সিরিজ়ের চতুর্থ সিজ়নে অভিনয় করে ফয়জ়লের মতো চন্দনও পর্বপ্রতি ২০ হাজার টাকা আয় করেছেন।

১০ ১৩
Jitendra Kumar

বলিউড সূত্রে জানা গিয়েছে যে, ‘পঞ্চায়েত’ সিরিজ়ের চতুর্থ সিজ়নে অভিনয় করে পারিশ্রমিকের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন জীতেন্দ্র কুমার। এই সিরিজ়ের মুখ্যচরিত্র সচিবজির ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

১১ ১৩
Jitendra Kumar

পাঁচ বছর ধরে ফুলেরা গ্রামের সচিবের ভূমিকায় অভিনয় করছেন জীতেন্দ্র। ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজ়নে অভিনয় করে তিনি নাকি মোট সাড়ে ৫ লক্ষ টাকা উপার্জন করেছেন বলে শোনা গিয়েছে।

১২ ১৩
Panchayat Season 4

বলিউডের গুঞ্জন, ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ়ের চতুর্থ সিজ়নের প্রতিটি পর্বে অভিনয়ের জন্য জীতেন্দ্রকে প্রযোজনা সংস্থার তরফে ৭০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।

১৩ ১৩
Panchayat Season 4

‘পঞ্চায়েত’-এ অভিনয় করে নজর কেড়েছেন সানভিকা (চরিত্রনাম রিঙ্কি), অশোক পাঠক (চরিত্রনাম বিনোদ), পঙ্কজ ঝা (চরিত্রনাম চন্দু), সুনীতা রাজওয়ার (চরিত্রনাম ক্রান্তিদেবী), দুর্গেশকুমার (চরিত্রনাম বনরাকস)-সহ আরও অনেকে। তবে তাঁদের পারিশ্রমিক সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy