How people of 24 countries view India, shows report dgtl
Pew Research Center
ভারতকে নিয়ে ইতিবাচক কারা, কাদের মনোভাব নেতিবাচক? ২৪ দেশের উপর করা সমীক্ষায় প্রকাশ্যে চমকপ্রদ তথ্য
সমীক্ষায় উঠে এসেছে, ২৪টি দেশের মধ্যে ৪৭ শতাংশ মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মতামত পোষণ করেন। নেতিবাচক মতামত পোষণ করেন ৩৮ শতাংশ মানুষ। বাকি ১৩ শতাংশ কোনও মতামত দেননি।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৭:০২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। ভারসাম্য রক্ষা এবং কূটনৈতিক দিক থেকে ক্ষমতাশালী হিসাবেও স্বীকৃত ভারত। বিশ্বের অনেক দেশই ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চায়।
০২১৮
কিন্তু কোন দেশ ভারতের সম্পর্কে কী মত পোষণ করে? সে দেশের কত শতাংশ মানুষ নেতিবাচক মত পোষণ করে ভারতকে নিয়ে? সম্প্রতি উত্তর মিলেছে ‘পিউ রিসার্চ’-এর চালানো একটি সমীক্ষায়।
০৩১৮
সেই সমীক্ষায় বিশ্বের ২৪টি দেশের কাছ থেকে ভারত সম্পর্কে মতামত চেয়েছিল ওই গবেষণা সংস্থা। সেই সমীক্ষার ভিত্তিতে, ভারতের প্রতি বিভিন্ন দেশের ইতিবাচক এবং নেতিবাচক উভয় মনোভাবই সামনে এসেছে।
০৪১৮
পিউ রিসার্চ সেন্টার চলতি বছরের ৮ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সমীক্ষাটি পরিচালনা করেছিল। সমীক্ষা অনুযায়ী, ২৪টি দেশের মধ্যে বেশির ভাগেরই ভারতের প্রতি নেতিবাচকের তুলনায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি বেশি।
০৫১৮
সমীক্ষায় উঠে এসেছে, ২৪টি দেশের মধ্যে ৪৭ শতাংশ মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মতামত পোষণ করেন। নেতিবাচক মতামত পোষণ করেন ৩৮ শতাংশ মানুষ। বাকি ১৩ শতাংশ কোনও মতামত দেননি।
০৬১৮
সমীক্ষা অনুযায়ী, আমেরিকার ৪৯ শতাংশ মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে ৪৮ শতাংশের। ৩ শতাংশ মানুষ কোনও মতামত দেননি।
০৭১৮
কানাডা এবং ব্রিটেনের ক্ষেত্রে ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা জনগণের হার যথাক্রমে ৪৭ এবং ৬০ শতাংশ। নেতিবাচক মনোভাব যথাক্রমে ৩৯ এবং ২৯ শতাংশের। বাকিরা কোনও মতামত জানাননি।
০৮১৮
সমীক্ষায় অংশগ্রহণকারী বেশির ভাগ দেশের মধ্যেই ভারতের প্রতি ইতিবাচক মনোভাবই বেশি। তবে সবচেয়ে বেশি যে দেশের মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, তার মধ্যে অন্যতম হল— ইজ়রায়েল।
০৯১৮
ভারত এবং ইজ়রায়েলের সম্পর্ক বহু দিনের। পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা অনুযায়ী, সে দেশের ৬০ শতাংশ মানুষের ভারতের প্রতি মনোভাব ইতিবাচক। নেতিবাচক মনোভাব রয়েছে ২৭ শতাংশ মানুষের। কোনও মতামত দেননি ১৩ শতাংশ।
১০১৮
যদিও পিউ রিসার্চের পূর্ব সমীক্ষায় দেখা গিয়েছিল, আগে ইজ়রায়েলের আরও বেশি মানুষ ভারত সম্পর্কে ভাল ধারণা পোষণ করতেন।
১১১৮
ইউরোপের জার্মানি, ইটালি, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, হাঙ্গেরি এবং পোল্যান্ডেও ভারতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা মানুষের সংখ্যা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা মানুষের তুলনায় বেশি।
১২১৮
তবে সে ক্ষেত্রে ব্যতিক্রম স্পেন এবং গ্রিস। সমীক্ষা অনুযায়ী, ওই দুই দেশে ভারতের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা মানুষের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি।
১৩১৮
জাপান এবং ইন্দোনেশিয়ায় আবার ভারতের সম্পর্কে ভাল মনোভাব পোষণ করা মানুষের সংখ্যা বেশি। কম অস্ট্রেলিয়া এবং পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় (রিপাবলিক অফ কোরিয়া)-য়।
১৪১৮
ক্রিকেটে ভারতের যুযুধান প্রতিপক্ষ অস্ট্রেলিয়ায় অনেক ভারতীয়কে বৈষম্যের শিকার হতে হয়। একাধিক বার সেই উদাহরণ উঠে এসেছে সংবাদমাধ্যমের শিরোনামে।
১৫১৮
সমীক্ষা অনুযায়ী, আফ্রিকার কেনিয়া এবং নাইজেরিয়ার বেশির ভাগ মানুষই ভারত সম্পর্কে ভাল মত পোষণ করেন। পরিমাণ যথাক্রমে ৬৫ এবং ৫৭ শতাংশ। সাউথ আফ্রিকারও বেশির ভাগ মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন। সেই হার ৪৬ শতাংশ। সাউথ আফ্রিকায় ভারতকে অপছন্দ করেন ৪৪ শতাংশ মানুষ।
১৬১৮
অন্য দিকে, সমীক্ষায় অংশগ্রহণকারী পশ্চিম এশিয়ার তুরস্ক এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল ও মেক্সিকোর মানুষদের মধ্যে অধিকাংশই ভারতের সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেছেন।
১৭১৮
পিউ রিসার্চের সমীক্ষায় উঠে এসেছে, সব মিলিয়ে ২৪টি দেশের গড়ে ৪৭ শতাংশ মানুষ ভারত সম্পর্কে ইতিবাচক মতামত পোষণ করেন। নেতিবাচক মনোভাব রয়েছে ৩৮ শতাংশ মানুষের।
১৮১৮
সমীক্ষাটি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পাল্টা ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযান, ভারত-পাক সংঘাত এবং ভারতের উপর আমেরিকার শুল্কযুদ্ধ শুরুর আগে করা। সেই সব ঘটনাক্রম অন্য দেশের মানুষদের মনে ভারত নিয়ে ধারণাকে আরও খানিকটা বদলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।