ভারতীয় মহাকাশ গবেষণার অন্যতম পথিকৃৎ ছিলেন বিক্রম সারাভাই। তাঁরই মস্তিষ্কপ্রসূত ছিল এই প্রতিষ্ঠান। ১৯৬২ সালে পথচলা শুরু ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইসরোর। একের পর এক গবেষণা, অভিযান, সাফল্য। ব্যর্থতাও রয়েছে ইসরোর ঝুলিতে। দীর্ঘ সময় ধরে কঠিন পরিশ্রম আর বিপুল সময় ব্যয় করে ভারতের মুকুটে সাফল্যের নতুন নতুন পালক যোগ করে চলেছে ইসরো।