ভারতীয় মুদ্রার শনির দশা! ডলারের নিরিখে হু-হু করে নামছে দাম। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে এ দেশের রুপির (পড়ুন টাকা) অবমূল্যায়ন হয়েছে ৪.৩ শতাংশ। ফলে এশিয়ার ‘সর্বাধিক খারাপ পারফরম্যান্স’ করা মুদ্রার তকমা জুটেছে কপালে। আর্থিক বিশ্লেষকদের একাংশের দাবি, অচিরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি না হলে আরও খারাপ হবে পরিস্থিতি। সে ক্ষেত্রে ডলারের দর ৯০ রুপিতে নামতে পারে বলে সতর্ক করেছেন তাঁরা।
চলতি বছরের ২৭ নভেম্বর এক ডলারের দাম দাঁড়ায় ৮৯.২৭ রুপি। ভারতীয় মুদ্রায় এ-হেন দর পতনে দেশ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ ব্যাপারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কড়া সমালোচনা করেছে লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেস। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। অন্য দিকে ডলারের নিরিখে রুপির দামের অস্বাভাবিক পতনের কোনও প্রভাবই মুম্বইয়ের শেয়ার বাজারে দেখা যায়নি।