Advertisement
০৪ জুন ২০২৪

ধনীদের পছন্দে বিশ্বের সেরা ৫ ট্রেনে এ দেশের মহারাজা এক্সপ্রেস

শুধু বেড়ালেই হবে না! বিলাসেও যেন কমতি না হয় এতটুকু! আরামে, বিলাসে, যাত্রায় কোন কোন ট্রেন আর কোন কোন বিমান তাঁদের সেরা পছন্দের, সারা পৃথিবীর ধনীদের মধ্যে সমীক্ষা চালিয়েছিল নিউ ওয়ার্ল্ড ওয়েলথ।

সিঙ্গাপুর এয়ারলাইন্স: নাহ! কোনও ড্রয়িংরুম নয়। এটাই বিশ্বের সেরা বিমান সংস্থার উড়ানের ভিতরের সজ্জা।

সিঙ্গাপুর এয়ারলাইন্স: নাহ! কোনও ড্রয়িংরুম নয়। এটাই বিশ্বের সেরা বিমান সংস্থার উড়ানের ভিতরের সজ্জা।

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ১৭:৪৮
Share: Save:

শুধু বেড়ালেই হবে না! বিলাসেও যেন কমতি না হয় এতটুকু! আরামে, বিলাসে, যাত্রায় কোন কোন ট্রেন আর কোন কোন বিমান তাঁদের সেরা পছন্দের, সারা পৃথিবীর ধনীদের মধ্যে সমীক্ষা চালিয়েছিল নিউ ওয়ার্ল্ড ওয়েলথ। পছন্দের ট্রেনের তালিকায় চতুর্থ স্থান অধিকার করে নিল ভারতের মহারাজা এক্সপ্রেস। এ দেশের বিলাসবহুল ট্রেনগুলির তালিকায় একেবারে উপরে রয়েছে রাজস্থানের এই ঐতিহ্যশালী ট্রেন। এ বার তার মাথায় উঠল বিশ্বের চতুর্থ সেরার সম্মান।

নিউ ওয়ার্ল্ডের সমীক্ষানুযায়ী এই তালিকার একেবারে শীর্ষ স্থান অধিকার করেছে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং তাইল্যান্ডের ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস।

এর পাশাপাশি তালিকায় রয়েছে বিশ্বের প্রথম পাঁচটি বিমান সংস্থাও। তার মধ্যে সেরার ক্রাউনটি রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাথায়।

আরও দেখুন: এই পথ যদি না শেষ হয়...

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: দুর্নীতি ইস্যুতে অকপট শোভন-বৈশাখী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE