স্মার্টফোনের দুনিয়ায় বুলেট গতিতে দৌড়চ্ছে ভারত। ইউরোপ এবং আমেরিকার বাজারে ‘মেড ইন ইন্ডিয়া’ মুঠোবন্দি ডিভাইসের চাহিদা এখন তুঙ্গে! ফলে চলতি আর্থিক বছরের (পড়ুন ২০২৫-’২৬) মধ্যেই স্মার্টফোনের রফতানিকে ৩,২০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে নয়াদিল্লি। এ দেশের এ-হেন অভূতপূর্ব উত্থানে কপাল পুড়েছে চিনের। হু-হু করে কমছে তাদের রফতানির সূচক। আর তাই কাঁকড়ার মতো পিছন থেকে টেনে ধরতে লাগাতার ‘অবৈধ’ নিষেধাজ্ঞার খোঁচায় বিপদ বাড়াচ্ছে ড্রাগন।
গত কয়েক বছর ধরে ভারতে স্মার্টফোন উৎপাদনের ব্যাপারে উৎসাহী হয়েছে অ্যাপ্ল বা গুগ্লের মতো বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট। এ দেশের মাটিতে মুঠোফোন ডিভাইস তৈরি করে বিশ্ব বাজারে বিক্রি করছে তারা। একই কথা মোটোরোলা, ফক্সকন, ভিভো, ওপো, লাভা, ডিক্সন, ফ্লেক্স এবং টাটা ইলেকট্রনিক্সের মতো সংস্থার ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্মার্টফোনের উৎপাদন। বিশ্লেষকদের দাবি, সেই কারণেই বিষয়টি চক্ষুশূল হয়েছে চিনের।