
আমেরিকা, রাশিয়া, চিন ও ফ্রান্স। ‘ফারাও’ বায়ুসেনার ঘাঁটিতে রয়েছে অতিশক্তিশালী চার দেশের যুদ্ধবিমান। বর্তমানে বিশ্বের আর কোনও বিমানবাহিনীর বহরে নেই লড়াকু জেটের এ হেন অদ্ভুত সংমিশ্রণ। তবে যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে নীল নদের তীরের দেশটির যে ভাবে বেজিং-প্রীতি বাড়ছে, তাতে বেজায় চটতে পারে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমি দুনিয়া। ফলে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বদলের প্রভূত সম্ভাবনা রয়েছে, বলছেন বিশ্লেষকেরা।

উত্তর আফ্রিকার ‘পিরামিডের দেশ’ মিশর। বিশ্ব র্যাঙ্কিংয়ে সেখানকার বায়ুসেনা প্রথম পাঁচে না থাকলেও তাদের বহরে রয়েছে আমেরিকা, রাশিয়া, চিন এবং ফ্রান্স— চার শক্তিশালী দেশের লড়াকু জেট। বর্তমানে পুরনো হয়ে যাওয়া মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানগুলিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কায়রো। সেই জায়গায় বেজিঙের তৈরি জে-১০সি জেটকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সাবেক ফৌজি অফিসার তথা মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির।