Know about bollywood actress Sanya Malhotra’s rumoured boyfriend Sitarist Rishab Rikhiram Sharma dgtl
Rishab Rikhiram Sharma
রবিশঙ্করের শিষ্য, পারফর্ম করেছেন হোয়াইট হাউসেও, বলি নায়িকার সঙ্গে প্রেম করছেন তরুণ প্রতিভা?
যে কোনও অনুষ্ঠানের আগে দু’হাতে মেহন্দি পরেন ঋষভ। পারফর্ম করার সময় সেতারের সুরের সঙ্গে মাঝেমধ্যে গলাও মেলাতে দেখা যায় তাঁকে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
সেতারবাদক হিসাবে পরিচিতি তৈরি করেছেন। দেশ-বিদেশের নানা প্রান্তে পারফর্ম করেছেন। সেতারের একক অনুষ্ঠান করেছেন হোয়াইট হাউসেও। পেশাগত কারণে তো বটেই, ঋষভ রিখিরাম শর্মা বর্তমানে চর্চায় এসেছেন এক বলি অভিনেত্রীর কারণেও।
০২১৫
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে বলি নায়িকা সান্যা মলহোত্রের সঙ্গে দেখা গিয়েছে ঋষভকে। তার পর শুরু হয় ঋষভ এবং সান্যার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা। বলিপাড়ার একাংশের দাবি, ঋষভের সঙ্গে সম্পর্কে রয়েছেন সান্যা। তবে তা গোপন রেখেছেন দু’জনেই।
০৩১৫
ঋষভ সম্পর্কে কিছু না বললেও সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সান্যা জানান যে, তাঁর নাকি বিয়ে করার সময় নেই। অভিনেত্রী বলেন, ‘‘না। আমার অত সময় নেই। কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে ছুটি নেওয়ার সময় থাকে না।’’
০৪১৫
সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়া ছবিতে দেখা গিয়েছে, অনুরাগীর সঙ্গে ছবি তুলছেন ঋষভ। এ দিকে গাড়ির পাশে তাঁর জন্য অপেক্ষারত সান্যা। এর পর থেকেই গুঞ্জন শুরু হয়।
০৫১৫
শৈশব থেকেই সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত ঋষভ। দিল্লির খ্যাতনামী সেতার প্রস্তুতকারক সংস্থার মালিকানা রয়েছে ঋষভের পরিবারের। মাত্র ১০ বছর বয়সে বাবার কাছে সেতার শিখতে শুরু করেন ঋষভ।
০৬১৫
২০১১ সালে মঞ্চে প্রথম সেতার বাজিয়ে পারফর্ম করেন ঋষভ। জানা যায়, সেই সময় প্রবাদপ্রতিম সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের নজরে পড়েন ঋষভ।
০৭১৫
রবিশঙ্কর নিজে থেকেই নাকি ঋষভকে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম দিতে চেয়েছিলেন। দীর্ঘ দিন রবিশঙ্করের কাছে সেতার শিখেছেন ঋষভ। তাঁর কনিষ্ঠতম শিষ্য ছিলেন ঋষভ।
০৮১৫
সঙ্গীত নিয়ে পড়াশোনা করার জন্য দিল্লি ছেড়ে নিউ ইয়র্ক চলে যান ঋষভ। সঙ্গীত প্রযোজনা এবং অর্থনীতি নিয়ে পড়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।
০৯১৫
ঋষভ প্রথম ভারতীয় সেতারবাদক, যাঁকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন আমন্ত্রণ জানিয়েছিলেন হোয়াইট হাউসে। দীপাবলি উপলক্ষে সেখানে একক অনুষ্ঠান করেছিলেন ঋষভ।
১০১৫
টেক্সাসের এনজিআর স্টেডিয়ামের মঞ্চে ভারতের প্রথম সেতারবাদক হিসাবে ৬০ হাজার দর্শকের সামনে পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে ঋষভের।
১১১৫
সেতারের সুর শুনলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় বলে বিশ্বাস করেন ঋষভ। কোভিড অতিমারির সময় থেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হয়ে পড়েন তিনি।
১২১৫
ঋষভের দাবি, নির্দিষ্ট মানসিক অবস্থায় নির্দিষ্ট রাগ শুনলে মন আরাম পায়। বিভিন্ন ধরনের ‘সেশন’ও করেন তিনি। প্রয়োজনে কোনও এক জন ব্যক্তিকেও সেতার বাজিয়ে শুনিয়েছেন তিনি।
১৩১৫
দেশ-বিদেশের নানা জায়গায় পারফর্ম করেন ঋষভ। শুধু তা-ই নয়, ইউটিউবে নিজস্ব চ্যানেল রয়েছে তাঁর। সেখানে তাঁর শ্রোতার সংখ্যাও বিপুল।
১৪১৫
সমাজমাধ্যমে জনপ্রিয় ঋষভ। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ২৮ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।
১৫১৫
যে কোনও অনুষ্ঠানের আগে দু’হাতে মেহন্দি পরেন ঋষভ। পারফর্ম করার সময় মাঝেমধ্যে সেতারের সুরের সঙ্গে গলাও মেলাতে দেখা যায় তাঁকে।