
ভাষাযুদ্ধে মুখোমুখি কেন্দ্র ও তামিলনাড়ু সরকার। এই ইস্যুতে জোর করে হিন্দি চাপানোর অভিযোগ তুলে সরব হয়েছেন দক্ষিণী রাজ্যটির মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। অন্য দিকে ‘অবাধ্য’ তামিলভূমিকে সাজা দিতে শিক্ষাবিস্তারে আর্থিক অনুদান বন্ধ করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী প্রশাসন। ঘটনার জেরে দক্ষিণী রাজ্যটিতে নতুন করে হাওয়া পাচ্ছে হিন্দি-বিরোধিতা, যা মনে করিয়েছে ৬০-র দশকের গণ আন্দোলনকে।