Advertisement
১৯ মার্চ ২০২৪
budget tour

একলা বেড়াতে চান, বাজেট ১০ হাজার? ঘুরে আসুন দেশের এই সব হটস্পট

বাজেট মাত্র ১০ হাজার? এ দিকে বেড়াতে যেতে মন চায় কাশ্মীর কিংবা অরুণাচল? আলবাত সম্ভব।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ১২:৩৪
Share: Save:
০১ ০৭
অনেকেই একা বেড়াতে ভালবাসেন। কিন্তু বাজেট মাত্র ১০ হাজার? এ দিকে বেড়াতে যেতে মন চায় কাশ্মীর কিংবা অরুণাচল?  কে বলেছে সম্ভব নয়? যাতায়াত-থাকা-খাওয়া মিলিয়েও আলবাত সম্ভব। ভারতের মধ্যেই এমন অনেক পাহাড়-সমুদ্র ঘেরা অজানা-অচেনা জায়গা রয়েছে, যেখানে ঘুরে এলে মন তো আনন্দ পাবেই, সঙ্গে পকেটও আরাম পাবে। জেনে নিন সেখানে যাওয়ার উপায় আর বেড়ানোর হিসেব। ছবি: সাটারস্টক.

অনেকেই একা বেড়াতে ভালবাসেন। কিন্তু বাজেট মাত্র ১০ হাজার? এ দিকে বেড়াতে যেতে মন চায় কাশ্মীর কিংবা অরুণাচল? কে বলেছে সম্ভব নয়? যাতায়াত-থাকা-খাওয়া মিলিয়েও আলবাত সম্ভব। ভারতের মধ্যেই এমন অনেক পাহাড়-সমুদ্র ঘেরা অজানা-অচেনা জায়গা রয়েছে, যেখানে ঘুরে এলে মন তো আনন্দ পাবেই, সঙ্গে পকেটও আরাম পাবে। জেনে নিন সেখানে যাওয়ার উপায় আর বেড়ানোর হিসেব। ছবি: সাটারস্টক.

০২ ০৭
তাওয়াং, অরুণাচল প্রদেশ: সবুজ ঘেরা উপত্যকার কোলে ছোট্ট গ্রাম তাওয়াং। স্বাভাবিক ভাবেই বেড়ানোর জন্য সুপরিচিত নয়। অথচ, এখানে এলে বুঝবেন, প্রকৃতির কাছাকাছি থাকা কাকে বলে! কলকাতা থেকে গুয়াহাটি নেমে ইন্টারসিটি ধরে পৌঁছে যান তেজপুর। তার পর মাত্র ২০০ টাকা বাসভাড়ায় তাওয়াং। দিন তিনেকের বেড়ানোয় থাকা-খাওয়া মিলিয়ে খরচ হবে ৪ হাজার মতো। ছবি: সাটারস্টক.

তাওয়াং, অরুণাচল প্রদেশ: সবুজ ঘেরা উপত্যকার কোলে ছোট্ট গ্রাম তাওয়াং। স্বাভাবিক ভাবেই বেড়ানোর জন্য সুপরিচিত নয়। অথচ, এখানে এলে বুঝবেন, প্রকৃতির কাছাকাছি থাকা কাকে বলে! কলকাতা থেকে গুয়াহাটি নেমে ইন্টারসিটি ধরে পৌঁছে যান তেজপুর। তার পর মাত্র ২০০ টাকা বাসভাড়ায় তাওয়াং। দিন তিনেকের বেড়ানোয় থাকা-খাওয়া মিলিয়ে খরচ হবে ৪ হাজার মতো। ছবি: সাটারস্টক.

০৩ ০৭
নৈনিতাল, উত্তরাখণ্ড: আহা! হ্রদের হাত ধরে থাকা সুন্দরী নৈনিতাল পর্যটকদের বরাবর প্রিয়। হাওড়া থেকে কাঠগোদাম পৌঁছে সেখান থেকে ৭০-৮০ টাকার শেয়ার গাড়িতে চলে যান নৈনিতাল। অসংখ্য পকেট ফ্রেন্ডলি হোটেল পাবেন। স্পটে গিয়েও বুক করতে পারেন ঘর। থাকা-খাওয়া মিলিয়ে জনপ্রতি তিনদিনের খরচ পড়বে ৩৫০০ টাকা। ছবি: সাটারস্টক।

নৈনিতাল, উত্তরাখণ্ড: আহা! হ্রদের হাত ধরে থাকা সুন্দরী নৈনিতাল পর্যটকদের বরাবর প্রিয়। হাওড়া থেকে কাঠগোদাম পৌঁছে সেখান থেকে ৭০-৮০ টাকার শেয়ার গাড়িতে চলে যান নৈনিতাল। অসংখ্য পকেট ফ্রেন্ডলি হোটেল পাবেন। স্পটে গিয়েও বুক করতে পারেন ঘর। থাকা-খাওয়া মিলিয়ে জনপ্রতি তিনদিনের খরচ পড়বে ৩৫০০ টাকা। ছবি: সাটারস্টক।

০৪ ০৭
হেমিস, কাশ্মীর: ১০ হাজারে কাশ্মীর! সম্ভব। যদি বেছে নেন হেমিস-এর মতো পাহাড়ি গ্রাম। জম্মু-তাওয়াই থেকে সরকারি বাসে পৌঁছে যান হেমিস। সেখানে উপভোগ করুন হেমিস মনাস্ট্রি, বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। সেখানেও মিলবে সরকারি বাসের সুলভ পরিষেবা। হোম স্টে বাছলে দিন দুয়েকের থাকা-খাওয়া সহজেই সারতে পারেন ৪৫০০ টাকায়। ছবি: সাটারস্টক।

হেমিস, কাশ্মীর: ১০ হাজারে কাশ্মীর! সম্ভব। যদি বেছে নেন হেমিস-এর মতো পাহাড়ি গ্রাম। জম্মু-তাওয়াই থেকে সরকারি বাসে পৌঁছে যান হেমিস। সেখানে উপভোগ করুন হেমিস মনাস্ট্রি, বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। সেখানেও মিলবে সরকারি বাসের সুলভ পরিষেবা। হোম স্টে বাছলে দিন দুয়েকের থাকা-খাওয়া সহজেই সারতে পারেন ৪৫০০ টাকায়। ছবি: সাটারস্টক।

০৫ ০৭
মাথেরান, মহারাষ্ট্র: পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রি শিখর লাগেয়া মাথেরান না গেলে পাহাড়ের শান্তি টের পাওয়া যায় না। মুম্বই থেকে ডেকান এক্সপ্রেস ধরে চলে যান নেরাল, সেখান থেকে শেয়ার গাড়িতে পৌঁছন মাথেরান। দিন তিনেকের থাকা-খাওয়ার খরচ ধরে রাখুন ৩-৪ হাজার। উপভোগ করুন পাহাড়, হ্রদ, মন্দিরে মেশানো এই স্বল্প পরিচিত জায়গা। ছবি: সাটারস্টক।

মাথেরান, মহারাষ্ট্র: পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রি শিখর লাগেয়া মাথেরান না গেলে পাহাড়ের শান্তি টের পাওয়া যায় না। মুম্বই থেকে ডেকান এক্সপ্রেস ধরে চলে যান নেরাল, সেখান থেকে শেয়ার গাড়িতে পৌঁছন মাথেরান। দিন তিনেকের থাকা-খাওয়ার খরচ ধরে রাখুন ৩-৪ হাজার। উপভোগ করুন পাহাড়, হ্রদ, মন্দিরে মেশানো এই স্বল্প পরিচিত জায়গা। ছবি: সাটারস্টক।

০৬ ০৭
চণ্ডিগড়: চণ্ডিগড়কে কেন্দ্র করে হিমাচলের নানা জায়গা যাওয়ার গাড়ি মেলে। সেসব ছেড়ে এ বার মন দিয়ে ঘুরে আসুন চণ্ডিগড়েই। চুটিয়ে উপভোগ করুন রক গার্ডেন, নেপলি রিজার্ভ ফরেস্ট, গার্ডেন অফ ফ্র্যাগরেন্স, বাটারফ্লাই পার্ক। দিন তিনেকের ঘুরে বেড়ানো, একটু ভাল করে থাকা-খাওয়া পুষিয়ে যাবে ৬০০০-এর মধ্যে। নিজস্ব ছবি।।

চণ্ডিগড়: চণ্ডিগড়কে কেন্দ্র করে হিমাচলের নানা জায়গা যাওয়ার গাড়ি মেলে। সেসব ছেড়ে এ বার মন দিয়ে ঘুরে আসুন চণ্ডিগড়েই। চুটিয়ে উপভোগ করুন রক গার্ডেন, নেপলি রিজার্ভ ফরেস্ট, গার্ডেন অফ ফ্র্যাগরেন্স, বাটারফ্লাই পার্ক। দিন তিনেকের ঘুরে বেড়ানো, একটু ভাল করে থাকা-খাওয়া পুষিয়ে যাবে ৬০০০-এর মধ্যে। নিজস্ব ছবি।।

০৭ ০৭
উটি, তামিলনাড়ু: ‘উটি খুব খরচের’— এ ধারণা থাকলে আগে তা সরান। উটিতে নানা বাজেট হোম স্টে শুরু হয়েছে। চেন্নাই, বেঙ্গালুরু বা মাইশুরু থেকে সরকারি এসি বাসে পৌঁছে যান উটি। গোটা রাতের এ জার্নি আরামদায়ক। উটি লেকে বোটিং করুন। ঘোড়ায় চড়ুন। প্রকৃতিকে ভালবাসুন। ভাল করে ঘুরতে দিন তিনেকের খরচ ৫০০০ টাকার মধ্যে। নিজস্ব চিত্র ।

উটি, তামিলনাড়ু: ‘উটি খুব খরচের’— এ ধারণা থাকলে আগে তা সরান। উটিতে নানা বাজেট হোম স্টে শুরু হয়েছে। চেন্নাই, বেঙ্গালুরু বা মাইশুরু থেকে সরকারি এসি বাসে পৌঁছে যান উটি। গোটা রাতের এ জার্নি আরামদায়ক। উটি লেকে বোটিং করুন। ঘোড়ায় চড়ুন। প্রকৃতিকে ভালবাসুন। ভাল করে ঘুরতে দিন তিনেকের খরচ ৫০০০ টাকার মধ্যে। নিজস্ব চিত্র ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE