মুসলিমদের পবিত্র স্থান মক্কা-মদিনাতেও পড়েছিল সন্ত্রাসের কালো ছায়া! জঙ্গিদের কব্জায় চলে গিয়েছিল সৌদি আরবের ‘আল-হারাম’ বা গ্র্যান্ড মসজিদ, যা দখলমুক্ত করতে রক্তে ভিজেছিল উপসাগরীয় দেশটির মাটি। এই ঘটনায় একরকম গৃহযুদ্ধের মুখে পড়ে রিয়াধ। শুধু তা-ই নয়, দ্বিধাবিভক্ত হয়ে যায় মুসলিম বিশ্বের শক্তির ভরকেন্দ্র। এখনও এর এক দিকে রয়েছে শিয়াপন্থী ইরান এবং অপর দিকে সুন্নি মতাদর্শের সৌদি আরব। ৪৬ বছর পেরিয়েও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে একচুলও সরে আসেনি এই দুই রাষ্ট্র। ফলে ফের এক বার খবরের শিরোনামে এসেছে ওই ঘটনা।
১৯৭৯ সালের ২০ নভেম্বর। সে দিন হাজার হাজার মুসলিম তীর্থযাত্রীকে হতবাক করে মক্কার পবিত্র কাবা মসজিদের দখল নেয় দু’শোর বেশি জঙ্গি। এদের নেতৃত্বে ছিলেন সৌদি রাজতন্ত্রের কট্টর বিরোধী হিসাবে পরিচিত জ়ুহায়মান ইবন মহম্মদ ইবনে সেফ আল-ওতাইবি। পরবর্তী কয়েক সপ্তাহ কাবার গ্র্যান্ড মসজিদের ভিতরে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালায় তাঁর যোদ্ধারা। শুধু তা-ই নয়, সরকারি সেনাবাহিনীকে একরকম চ্যালেঞ্জ করে বসে ওই সন্ত্রাসীরা। ফলে দু’পক্ষের মধ্যে কয়েক দিন ধরে লাগাতার চলে গুলির লড়াই।