Meet Akshaye Khanna’s half-brother who has worked as an assistant director to Sanjay Leela Bhansali dgtl
Sakshi Khanna
নাম জুড়েছে দুষ্টু ছবির নায়িকার সঙ্গে, ভন্সালীর সঙ্গে কাজ করেও পর্দার আড়ালে থেকে গিয়েছেন অক্ষয়ের সৎভাই
২০১৫ সালে সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বাজিরাও মস্তানি’ ছবিটি। এই ছবিতে সহ-পরিচালক হিসাবে কাজ করতে দেখা যায় সাক্ষীকে। তবে, ভন্সালীর সঙ্গে কাজ করেও বিশেষ লাভ হয়নি বিনোদের পুত্রের।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
বাবা ছিলেন বলিপাড়ার প্রথম সারির অভিনেতা। সৎদাদাও এখন বলিউডে ধুরন্ধর ‘কামব্যাক’ করেছেন। কিন্তু তারকা-সন্তান হয়েও বড়পর্দায় একটি বারের জন্যও মুখ দেখা যায়নি বিনোদ খন্নার পুত্র সাক্ষী খন্নার। প্রচারের আলো থেকেও নিজেকে গুটিয়ে রেখেছেন তিনি।
০২১৮
১৯৯১ সালের ১২ মে মুম্বইয়ে জন্ম সাক্ষীর। বিনোদের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান তিনি। অক্ষয় খন্না এবং রাহুল খন্না তাঁর দুই সৎদাদা। সাক্ষীর নিজের বোন রয়েছে।
০৩১৮
পড়াশোনা শেষ করে বাবার পদাঙ্ক অনুসরণ করে বলিপাড়ায় কেরিয়ার গড়তে চেয়েছিলেন সাক্ষী। তবে অভিনেতা হিসাবে নন, সাক্ষী তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ক্যামেরার পিছনে।
০৪১৮
২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’ নামের একটি হিন্দি ছবি। এই ছবিতে বলি পরিচালক মিলন লুথারিয়ার সঙ্গে সহ-পরিচালনার কাজ করেন সাক্ষী।
০৫১৮
২০১৫ সালে সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বাজিরাও মস্তানি’ ছবিটি। এই ছবিতেও সহ-পরিচালক হিসাবে কাজ করতে দেখা যায় সাক্ষীকে। তবে, ভন্সালীর সঙ্গে কাজ করেও বিশেষ লাভ হয়নি বিনোদের পুত্রের।
০৬১৮
বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, অভিনয়ে হাতেখড়ি হওয়ার কথা ছিল সাক্ষীর। মিলন লুথারিয়াই নাকি তাঁর পরিচালিত একটি হিন্দি ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন সাক্ষীকে। কিন্তু তার পর সেই ছবির কথা আর এগোয়নি।
০৭১৮
হিন্দি ফিল্মজগতের প্রথম সারির অভিনেতা ছিলেন বিনোদ। কিন্তু তাঁর পুত্র হয়ে এখনও পর্যন্ত অভিনয়ের সুযোগ পাননি সাক্ষী। বাণিজ্যিক ছবির বদলে অন্য ধরনের ছবির প্রতি আগ্রহ রয়েছে তাঁর।
০৮১৮
বলিপাড়া সূত্রে খবর, হাতেগোনা কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন সাক্ষী। তবে সেই ছবিগুলি কবে এবং কোথায় মুক্তি পেয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি।
০৯১৮
বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয় না করলেও বিনোদের মতো আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েছেন সাক্ষী। কেরিয়ারে যখন সাফল্যের চূড়ায়, তখন অভিনয় এবং পরিবার ছেড়ে ধর্মগুরু ওশোর আশ্রমে দীক্ষা নিয়েছিলেন বিনোদ। শোনা যায়, ওশোর আশ্রমেই দীক্ষা নেন সাক্ষী।
১০১৮
বিনোদের প্রথম পক্ষের স্ত্রী ছিলেন গীতাঞ্জলি তালেয়ারখান। কলেজে থাকাকালীন বিনোদের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। পেশায় মডেল ছিলেন গীতাঞ্জলি। ১৯৭১ সালে বিয়ে করেন তাঁরা।
১১১৮
বিয়ের পর দুই পুত্রসন্তান রাহুল এবং অক্ষয়ের জন্ম দেন গীতাঞ্জলি। কেরিয়ার এবং পরিবার ছেড়ে বিনোদ আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে গেলে সমস্ত দায়িত্ব এসে পড়েছিল গীতাঞ্জলির কাঁধে। বিনোদের দায়িত্বজ্ঞানহীনতার সঙ্গে মানিয়ে নিতে না পেরে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন গীতাঞ্জলি।
১২১৮
১৯৮৫ সালে আইনি ভাবে বিবাহবিচ্ছেদ হয়ে যায় বিনোদ এবং গীতাঞ্জলির। ওশোর আশ্রম থেকে মুম্বই ফিরে গিয়ে আবার নতুন করে কেরিয়ার গড়তে ব্যস্ত হয়ে পড়েন বিনোদ। তখন তাঁর জীবনে আবার নতুন করে প্রেমও আসে।
১৩১৮
বলিপাড়া সূত্রে খবর, ১৯৮৯ সালে এক পার্টিতে কবিতা দফতরি নামে এক তরুণীর সঙ্গে আলাপ হয় বিনোদের। কবিতার বাবা পেশায় ছিলেন শিল্পপতি। কবিতা এবং বিনোদের প্রথম আলাপ প্রেমে গড়াতে সময় লাগেনি।
১৪১৮
১৯৯০ সালের মে মাসে কবিতাকে বিয়ে করেন বিনোদ। বিয়ের পর পুত্রসন্তান সাক্ষী এবং কন্যাসন্তান শ্রদ্ধার জন্ম দেন কবিতা। বিনোদের প্রথম পক্ষের স্ত্রী এবং তাঁর দুই পুত্রের সঙ্গে ভাল সম্পর্ক ছিল কবিতা এবং তাঁর দুই সন্তানের।
১৫১৮
অভিনয় না করলেও ফিল্মজগতের সঙ্গে যুক্ত রয়েছেন সাক্ষী। এক প্রযোজনা সংস্থার মালিক তিনি। সাক্ষী এবং তাঁর এক বন্ধু একচ্ছত্র মালিকানায় চালু করেছেন সেই সংস্থাটি। তবে এখনও পর্যন্ত বড় বাজেটের কোনও ছবি প্রযোজনা করেননি তাঁরা।
১৬১৮
সত্তরের দশকে বিনোদের মুখের গড়ন যেমন ছিল, তার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় সাক্ষীর। বলিপাড়ার অনেকে এমনটাই দাবি করেন। সমাজমাধ্যমেও তেমন সক্রিয় নন সাক্ষী। ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ১৪ হাজারের গণ্ডি পার করেছে।
১৭১৮
অভিনয় নিয়ে কেরিয়ার না গড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষীর নাম জড়িয়ে পড়েছিল এক অভিনেত্রীর সঙ্গে। কানাঘুষো শোনা যেতে থাকে, ২০১৬ সাল থেকে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে বলি অভিনেত্রী অমায়রা দস্তুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সাক্ষী। দু’জনকে একসঙ্গে বহু পার্টিতেই দেখা যেত। তবে সম্পর্ক নিয়ে খোলাখুলি কেউ কখনওই কোনও মন্তব্য করেননি।
১৮১৮
সাক্ষীর সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল দুষ্টু ছবির নায়িকা পুনম পাণ্ডেরও। বলিপাড়ায় গুঞ্জন, ২০১৭ সালের শেষের দিকে নাকি পুনমকে ডেট করতেন সাক্ষী। তবে তা নিয়েও প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি।