Meet Divyanka Bedi, daughter of bollywood’s iconic villain Ranjeet dgtl
Bollywood Starkid
তারকা-সন্তান হয়েও অভিনয় থেকে দূরে, বিদেশি তরুণের সঙ্গে প্রেম, কী করেন ভয়ঙ্কর খলনায়কের কন্যা?
২০০৯ সাল থেকে টানা তিন বছর সহকারী হিসাবে কাজ করেন দিব্যাঙ্কা। তার পর ২০১২ সালে সেই চাকরি ছেড়ে দেন তিনি। ২০১৩ সালে তিনি মুম্বইয়ের একটি কলেজে চার মাসের জন্য অতিথি শিক্ষিকা হিসাবে ফ্যাশনের প্রশিক্ষণ দেন।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১০:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
বাবা চলচ্চিত্রজগতের ভয়ঙ্কর খলনায়ক। অভিনয়জগতের সঙ্গে যুক্ত ছিলেন মাও। কিন্তু পরিবারের পদাঙ্ক অনুসরণ করে কেরিয়ার গড়তে চাননি তরুণী। বরং আলোর রোশনাই থেকে সচেতন ভাবেই নিজেকে দূরে রেখেছেন দিব্যাঙ্কা বেদী।
০২১৫
দিব্যাঙ্কার পিতা রঞ্জিত ছিলেন খ্যাতনামী খলনায়ক। তবে রুপোলি পর্দায় খারাপ মানুষের ভূমিকায় দেখা গেলেও মানুষ হিসাবে রঞ্জিত ছিলেন একেবারেই ভিন্ন।
০৩১৫
আশি থেকে নব্বইয়ের দশকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে খলনায়ক হিসাবে বলিপাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন রঞ্জিত ওরফে গোপাল বেদী। ১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘শর্মিলী’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি পান রঞ্জিত।
০৪১৫
এখনও পর্যন্ত ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন রঞ্জিত। চলতি বছরের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘হাউসফুল ৫’ ছবিটির। কানাঘুষো শোনা যাচ্ছে যে, সেই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রঞ্জিতকে।
০৫১৫
সত্তরের দশক থেকে এখনও অভিনয় করে চলেছেন রঞ্জিত। রঞ্জিতের স্ত্রী অলকা বেদী ওরফে নাজ়নিনও অভিনয়জগতের সঙ্গে যুক্ত। বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ়ের ভাইঝি অলকা। পরিবারের সকলে অভিনয়ের সঙ্গে যুক্ত। তবুও অন্য পথে হেঁটেছেন দিব্যাঙ্কা।
০৬১৫
১৯৮৭ সালের মে মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম দিব্যাঙ্কার। বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকেন তিনি। তাঁর ডাকনাম গিগি। মুম্বইয়ের স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা শেষ করেছেন তিনি।
০৭১৫
অভিনয় নয়, বরং ফ্যাশনের প্রতি আগ্রহ রয়েছে দিব্যাঙ্কার। ফ্যাশন নিয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। কলেজের পড়াশোনা শেষ করার পর মণীশ অরোরা নামের এক পোশাকশিল্পীর সহকারী হিসাবে কাজ করা শুরু করেন দিব্যাঙ্কা।
০৮১৫
২০০৯ সাল থেকে টানা তিন বছর তাঁর সহকারী হিসাবে কাজ করেন দিব্যাঙ্কা। তার পর ২০১২ সালে সেই চাকরি ছেড়ে দেন তিনি। ২০১৩ সালে তিনি মুম্বইয়ের একটি কলেজে চার মাসের জন্য অতিথি শিক্ষিকা হিসাবে ফ্যাশনের প্রশিক্ষণ দেন।
০৯১৫
২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের এক নামী সংস্থায় উঁচু পদে চাকরি শুরু করেন দিব্যাঙ্কা। কিন্তু এক বছর চাকরি করার পর তা ছেড়ে দেন।
১০১৫
মুম্বইয়ের জুহুতে নিজের একটি ‘ফিটনেস স্টুডিয়ো’ খোলেন দিব্যাঙ্কা। পোশাকের পাশাপাশি গয়নার নকশা করতেও ভালবাসেন তিনি।
১১১৫
১৯৯০ সালে ‘কারনামা’ নামের একটি হিন্দি ছবি পরিচালনা করেছিলেন রঞ্জিত। সেই ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ খন্না। ছবিতে বিনোদের পুত্রের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দিব্যাঙ্কাকে। দিব্যাঙ্কার ভাই চিরঞ্জীব বেদীও সেই ছবিতে শিশু অভিনেতা হিসাবে অভিনয় করেছিলেন।
১২১৫
দিব্যাঙ্কার ভাই চিরঞ্জীব পরিবারের পদাঙ্ক অনুসরণ করে অভিনয় করলেও তা থেকে শতহস্ত দূরে রয়েছেন দিব্যাঙ্কা। পোশাকশিল্পী হিসাবে কাজ করা শুরু করেছেন তিনি। নিজস্ব সংস্থাও গড়ে তুলেছেন দিব্যাঙ্কা।
১৩১৫
আলোর রোশনাই থেকে দূরে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন দিব্যাঙ্কা। সমাজমাধ্যমে সক্রিয় থাকলেও তারকা-কন্যা হিসাবে পরিচিতি পাননি তিনি। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা মাত্র ১৩ হাজার।
১৪১৫
কানাঘুষো শোনা গিয়েছে যে, ড্যানিয়েল ম্যাকলি নামের এক বিদেশি তরুণকে ডেট করছেন দিব্যাঙ্কা। আপাতত ব্যবসা নিয়েই ব্যস্ত রয়েছেন তারকা-কন্যা।
১৫১৫
দিদি ব্যবসার দিকে মন দিলেও ভাই চিরঞ্জীব বড় পর্দায় পা রেখেছেন ২০২২ সালে। ভিকি কৌশল, ভূমি পেডনেকর এবং কিয়ারা আডবাণী অভিনীত ‘গোবিন্দ নাম মেরা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে চিরঞ্জীবকে।