Advertisement
২৭ জুলাই ২০২৪

এই গ্রামে ৫০ পেরোলেই পুরুষরা অন্ধ!

একটা বয়সের পর চোখের সামনে নেমে আসে অন্ধকার। ক্রমশ চলে যায় দৃষ্টি। শেষ পর্যন্ত অন্ধত্ব। তখন লাঠিই ভরসা। আর যাঁদের দৃষ্টি তখনও চলে যায়নি তাঁদের কাঁধই ভরসা সেই সব মানুষদের। পেরুর গ্রাম প্যারানের মানুষ ৫০ থেকে ক্রমশ অন্ধ হয়ে যায়। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছ।

লাঠিই ভরসা এই গ্রামের পুরুষদের।

লাঠিই ভরসা এই গ্রামের পুরুষদের।

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৬ ১৭:৫৮
Share: Save:

একটা বয়সের পর চোখের সামনে নেমে আসে অন্ধকার। ক্রমশ চলে যায় দৃষ্টি। শেষ পর্যন্ত অন্ধত্ব। তখন লাঠিই ভরসা। আর যাঁদের দৃষ্টি তখনও চলে যায়নি তাঁদের কাঁধই ভরসা সেই সব মানুষদের। পেরুর গ্রাম প্যারানের মানুষ ৫০ থেকে ক্রমশ অন্ধ হয়ে যায়। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। বিশেষ করে এই গ্রামের পুরুষরা বেশি অন্ধত্বের শিকার হন। এই রোগ জন্মগত। কিন্তু কেউ জানে না কেন এমন হয়। চিকিৎসা পৌঁছয় না এই গ্রামে। সব রকম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো পেরুর এই পাহাড়ি গ্রামের যন্ত্রণার জীবন যাত্রা ক্রমশ তলিয়ে যাচ্ছে অন্ধকারে। ছবিতে সেই পাহাড়ির গ্রামের মানুষের কাহিনী।

আরও গ্যালারি: বিশ্বের ভয়ঙ্কর জীবন্ত আগ্নেয়গিরি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

peru blind village men
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE