
সদ্য বাহিনীতে যুক্ত হওয়া স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে চোখ রাঙাচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখার (লাইন অফ কন্ট্রোল বা এলওসি) ও পারে সেই অস্ত্র মোতায়েন করেছেন রাওয়ালপিন্ডির ফৌজি জেনারেলরা। মাঝ আকাশে পাক মারণাস্ত্রকে ধ্বংস করতে পারবে ভারতের হাতে থাকা রুশ ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ (এয়ার ডিফেন্স সিস্টেম)? এই নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা। এ দেশের সেনাকর্তারা অবশ্য এই নিয়ে একটি শব্দও খরচ করেননি।

সম্প্রতি নিয়ন্ত্রণরেখার ও পারে ‘ফতেহ টু’ নামের স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (শর্ট রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল বা এসআরবিএম) মোতায়েন করে ইসলামাবাদ। একে নয়াদিল্লির ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’র সামনে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। শত্রুর ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে মস্কোর তৈরি ‘এস-৪০০ ট্রায়াম্ফ’-এর উপর মূলত ভরসা রেখেছে ভারতীয় বায়ুসেনা। বর্তমানে এর তিনটি ইউনিট মোতায়েন রয়েছে পাকিস্তান ও চিন সীমান্তে।