ভারতের রক্তচাপ বাড়িয়ে এ বার পাকিস্তানের সঙ্গে খনিজ তেলের চুক্তি সারবে রাশিয়া? ‘বন্ধু’ মস্কোর এ-হেন ইসলামাবাদ-প্রেম প্রকাশ্যে আসতেই নয়াদিল্লির বিদেশনীতি নিয়ে ফের উঠল প্রশ্ন। সম্প্রতি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রবল আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিতে সম্মত হয়েছে ‘আন্তর্জাতিক অর্থভান্ডার’ বা আইএমএফ (ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড)। শুধু তা-ই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃপাদৃষ্টির দৌলতে পশ্চিমের প্রতিবেশী দেশটিতে ডলার-বৃষ্টি চলছে বললেও অত্যুক্তি হবে না। ফলে কূটনৈতিক ক্ষেত্রে প্রকট হচ্ছে এ দেশের চরম ব্যর্থতা।
চলতি বছরের ১৬ ডিসেম্বর রুশ-পাক সম্ভাব্য খনিজ তেলের চুক্তি নিয়ে সংবাদ সংস্থা আরআইএ-র কাছে মুখ খোলেন ইসলামাবাদের অর্থমন্ত্রী মুহম্মদ ঔরঙ্গজ়েব। তাঁর কথায়, ‘‘তরল সোনার ভান্ডারের নিরিখে মস্কোকে বিশ্বশক্তি বলা যেতে পারে। ক্রেমলিন যদি আমাদের সঙ্গে এই খাতে সমঝোতা করে তা হলে আমরা খুশিই হব।’’ বর্তমানে এ ব্যাপারে দু’পক্ষের জ্বালানি মন্ত্রকের মধ্যে আলোচনা চলছে বলে সাক্ষাৎকারে স্পষ্ট করেন পাক অর্থমন্ত্রী ঔরঙ্গজ়েব।