Advertisement
১১ মে ২০২৪

মেঘের জটে অথৈ জলে শীতের আগমন

নভেম্বরের শেষ দিন। এখনও দেখা নেই শীতের। কবে হাজির হবে শীত তাও জানাতে পারছে না আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তামিলনাড়ু উপকূলে দানা বেঁধেছে একটি ঘুর্ণাবর্ত। আস্তে আস্তে শক্তিও বাড়াচ্ছে ঘুর্ণাবর্তটি। তার ফলে অন্ধ্র পর্যন্ত মেঘের আস্তরণ তৈরি হয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ থাকলে মেঘলা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৫ ১৬:৩৬
Share: Save:

নভেম্বরের শেষ দিন। এখনও দেখা নেই শীতের। কবে হাজির হবে শীত তাও জানাতে পারছে না আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তামিলনাড়ু উপকূলে দানা বেঁধেছে একটি ঘুর্ণাবর্ত। আস্তে আস্তে শক্তিও বাড়াচ্ছে ঘুর্ণাবর্তটি। তার ফলে অন্ধ্র পর্যন্ত মেঘের আস্তরণ তৈরি হয়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ থাকলে মেঘলা। তার জেরে সকাল বেলায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও ক্রমশও উধাও হচ্ছে অঘ্রাণের হিম ভাব। ফলে রাতের তাপমাত্রা বাড়ছে। গুমোট ভাবও অনুভব হচ্ছে। সৌভিক দে এবং রণজিত্ নন্দীর ক্যামেরায় মেঘলা কলকাতার নানা চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fog kolkata picture gallery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE