Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অদ্ভুত দুর্ঘটনায় এই সব মৃত্যু

ঘটনা ১: মাঝ আকাশে বিমানে হঠাত্ বিস্ফোরণ। এবং সেই বিস্ফোরণে তৈরি হওয়া ফাঁক গলে জনৈক যাত্রীর মৃত্যু। ঘটনা ২: তিরন্দাজী প্রতিযোগিতায় যাওয়ার আগে পুলিশ ক্যাম্পে চলছিল দলগত প্র্যাকটিস।

৮৯২ সাল। যুদ্ধে জয় নিশ্চিত। কিন্তু শুধুমাত্র শত্রুকে মেরেই ক্ষান্ত হননি ভাইকিং রাজা। শত্রুর দেহ ঘোড়ার পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই মৃতের চোয়াল ভেঙে দাঁতের পাটি গিয়ে বেঁধে ভাইকিং রাজার গলায়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর।

৮৯২ সাল। যুদ্ধে জয় নিশ্চিত। কিন্তু শুধুমাত্র শত্রুকে মেরেই ক্ষান্ত হননি ভাইকিং রাজা। শত্রুর দেহ ঘোড়ার পিছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই মৃতের চোয়াল ভেঙে দাঁতের পাটি গিয়ে বেঁধে ভাইকিং রাজার গলায়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:০৬
Share: Save:

ঘটনা ১: মাঝ আকাশে বিমানে হঠাত্ বিস্ফোরণ। এবং সেই বিস্ফোরণে তৈরি হওয়া ফাঁক গলে জনৈক যাত্রীর মৃত্যু।

ঘটনা ২: তিরন্দাজী প্রতিযোগিতায় যাওয়ার আগে পুলিশ ক্যাম্পে চলছিল দলগত প্র্যাকটিস। আচমকা চাঁদমারিতে লাগার বদলে তির গিয়ে লাগল এক এক পুলিশকর্মীর বুকে। বেশ কিছু দিন হাসপাতালে কাটিয়ে কোনো মতে প্রাণ ফিরে পেলেন তিনি।

বিশ্বজুড়ে এমনই বিভিন্ন রকম অদ্ভুত দুর্ঘটনার শিকার হয়েছেন বহু মানুষ। এতে কারও প্রাণ গিয়েছে, কেউ আবার বেঁচে গিয়েছেন বরাতজোরে। সঙ্গের গ্যালারিতে থাকল এমনই কিছু বিচিত্র দুর্ঘটনার হদিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

unusual death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE