Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কার্টুনে ভোট

ভোটের বাদ্যি বেজে গিয়েছে। রাজনৈতিক নেতা-নেত্রী থেকে কর্মী-সমর্থক— সকলেই কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট প্রচারে। পোস্টার, স্লোগান, দেওয়াল লিখনে এক অপরকে বিদ্ধ করতে কেউ পিছুপা নয়। এমন রাজনৈতিক তরজায় আখেরে লাভ বোধহয় জনসাধারণের। কেন? প্রতিবার ভোটের মতো এ বারেও নানান মজার কার্টুন, ছড়া দেখা গিয়েছে দেওয়ালে দেওয়ালে। তাতে বেশ মজেছে আমবাঙালি। সোশ্যাল মিডিয়াও পিছিয়ে নেই। হোয়াটসঅ্যাপ, ফেসবুকেও সে রকম কিছু মজার ছবি ঘুরে বেড়াচ্ছে। সেই রকম কিছু ছবি নিয়ে নিছক মজার ছলে ফোটো গ্যালারি। ছবি: ফেসবুকের সৌজন্যে।

সারদা কাণ্ড প্রায় ফিকে হয়ে গিয়েছিল। কিন্তু ভোটের মুখে নারদ স্টিং-কাণ্ডে<br>
ফের সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তাই নিয়েই এই ফেস্টুন।

সারদা কাণ্ড প্রায় ফিকে হয়ে গিয়েছিল। কিন্তু ভোটের মুখে নারদ স্টিং-কাণ্ডে<br> ফের সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তাই নিয়েই এই ফেস্টুন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ১৫:৪৩
Share: Save:

ভোটের বাদ্যি বেজে গিয়েছে। রাজনৈতিক নেতা-নেত্রী থেকে কর্মী-সমর্থক— সকলেই কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট প্রচারে। পোস্টার, স্লোগান, দেওয়াল লিখনে এক অপরকে বিদ্ধ করতে কেউ পিছুপা নয়। এমন রাজনৈতিক তরজায় আখেরে লাভ বোধহয় জনসাধারণের। কেন? প্রতিবার ভোটের মতো এ বারেও নানান মজার কার্টুন, ছড়া দেখা গিয়েছে দেওয়ালে দেওয়ালে। তাতে বেশ মজেছে আমবাঙালি। সোশ্যাল মিডিয়াও পিছিয়ে নেই। হোয়াটসঅ্যাপ, ফেসবুকেও সে রকম কিছু মজার ছবি ঘুরে বেড়াচ্ছে। সেই রকম কিছু ছবি নিয়ে নিছক মজার ছলে ফোটো গ্যালারি।

ছবি: ফেসবুকের সৌজন্যে।

আরও পড়ুন

কার নির্দেশে ঘুষ? ঠিক সময়ে জানতে পারবেন, জবাব কনস্টেবলের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE