Advertisement
১৫ সেপ্টেম্বর ২০২৪

এই সব প্রযুক্তি দিয়ে নজরদারি চালাচ্ছে ‘সিয়া’!

গোয়েন্দাগিরি বা গুপ্তচরবৃত্তির জন্য যে শুধুই মানুষ বা বিমান অথবা সাবমেরিনের ওপর ভরসা রাখলেই কাজটা হয়ে যাবে না, আজ থেকে দু’দশক আগেই তা বুঝতে পেরেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি’ বা ‘সিয়া’। শুরু হয় গবেষণা। সেই সব গবেষণা বা সদ্য উদ্ভাবিত যন্ত্রগুলির কার্যকারীতা সম্পর্কে, যেটুকু জানা গিয়েছে, সেটাই তুলে ধরা হল এই গ্যালারিতে।

বায়ুমণ্ডলের প্রায় সর্বোচ্চ স্তর থেকে ‘সিয়া’র নজরদারির গোয়েন্দা-বিমান।

বায়ুমণ্ডলের প্রায় সর্বোচ্চ স্তর থেকে ‘সিয়া’র নজরদারির গোয়েন্দা-বিমান।

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ১২:৩৭
Share: Save:

ক্ষেপণাস্ত্র সম্ভারে পৃথিবীতে সবচেয়ে এগিয়ে কোন ১০ দেশ?গোয়েন্দাগিরি বা গুপ্তচরবৃত্তির জন্য যে শুধুই মানুষ বা বিমান অথবা সাবমেরিনের ওপর ভরসা রাখলেই কাজটা হয়ে যাবে না, আজ থেকে দু’দশক আগেই তা বুঝতে পেরেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি’ বা ‘সিয়া’। তাই ১৯৯৯ সালেই নতুন একটি শাখা খুলেছিল ‘সিয়া’। যার নাম- ‘ইন-কিউ-টেল’। মানে, ‘ইনটেলিজেন্স’ (গোয়েন্দাগিরি), ‘কোয়্যারিজ’ (অনুসন্ধিৎসা) আর ‘টেকনোলজি’ (প্রযুক্তি)। ‘সিয়া’র এই শাখাটির মূল কাজটাই হল, তদন্ত বা অনুসন্ধানের জন্য কী ভাবে নতুন নতুন প্রযুক্তিকে বেশি বেশি করে কাজে লাগানো যায়, তার গবেষণা ও আনুষঙ্গিক নতুন যন্ত্র উদ্ভাবন করা। পরে ‘সিয়া’ এই দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছে আমেরিকার অন্তত ১০০টি সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে। কোন লক্ষ্যে সেই গবেষণাগুলি চালানো হচ্ছে, প্রত্যাশিত ভাবেই ‘সিয়া’ তা প্রকাশ্যে আনবে না কোনও দিন। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছ থেকে সেই সব গবেষণা বা সদ্য উদ্ভাবিত যন্ত্রগুলির কার্যকারীতা সম্পর্কে, যেটুকু জানা গিয়েছে, সেটাই তুলে ধরা হল এই গ্যালারিতে।

দেখুন গ্যালারি- ক্ষেপণাস্ত্র সম্ভারে পৃথিবীতে সবচেয়ে এগিয়ে কোন ১০ দেশ?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE