
গুজরাতের অহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। মাটি ছাড়ার ২-৩ মিনিটের মধ্যেই চিকিৎসক-পড়ুয়াদের হস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ‘এআই১৭১’ উড়োজাহাজ। সঙ্গে সঙ্গেই বোয়িং ‘৭৮৭-৮ ড্রিমলাইনার’ মডেলের ওই বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার আগে অবশ্য সাহায্য চেয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসির কাছে ‘মেডে কল’ পাঠান পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। বিমানটির সহকারী পাইলটের আসনে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার।

এখন প্রশ্ন হল, কী এই ‘মেডে কল’? কী ভাবেই বা সেটা এটিসির কাছে পাঠান অভিশপ্ত ‘ড্রিমলাইনার’-এর পাইলট? এটি প্রকৃতপক্ষে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বেতারে পাঠানো বিপদসঙ্কেত। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, উড়োজাহাজে অগ্নিকাণ্ড বা বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে জীবনহানির ঝুঁকি তৈরি হলে এই ‘মেডে কল’ দিয়ে থাকেন পাইলট। জাহাজের ক্যাপ্টনদেরও এই রেডিয়ো সিগন্যাল ব্যবহারের অনুমতি রয়েছে।