Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
Vera Bedi

মুখের আদল হুবহু করিনার মতো! কেউ কেউ করিশ্মা ভেবেও ভিরমি খেলেন, রাতারাতি জনপ্রিয় কে এই তারকা?

করিনা কপূর, করিশ্মা কপূরের সঙ্গে তাঁর সাদৃশ্যের জন্য শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে। আলিয়া ভট্ট থেকে শাহরুখ খান, রণবীর সিংহ থেকে রণবীর কপূর— বলিউড তারকাদের মতো অবিকল দেখতে বহু অখ্যাত ব্যক্তি নিমেষে পরিচিত হয়েছেন বিশ্ব জুড়ে। কিন্তু এ বার সেই তালিকায় নাম জুড়ল অখ্যাত নয়, বরং বলিউডেরই তারকা-সন্তানের।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৫
Share: Save:
০১ ১৭
Vera Bedi

দেখতে হুবহু করিনা কপূরের মতো, কিন্তু তিনি করিনা নন! কেউ কেউ তো করিশ্মা কপূরের সঙ্গেও গুলিয়ে ফেলছেন। শুনতে আজগুবি মনে হলেও, এই অদ্ভুত সাদৃশ্যের জন্য বলিউডি তারকা-সন্তানকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে।

০২ ১৭
Vera Bedi

কথা হচ্ছে বলিউড তারকা রজত বেদীর কন্যা বেরা বেদীকে নিয়ে। রজত ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। ফিল্মি পরিবারে জন্ম তাঁর। ২৮ বছর বয়স থেকে অভিনয় করছেন রজত। সাধারণত স্বল্পদৈর্ঘ্যের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

০৩ ১৭
Vera Bedi

সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ান খানের ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’। সেখানে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন রজত। এই ওয়েব সিরিজ়ের প্রথম প্রদর্শন অনুষ্ঠানে রজত গিয়েছিলেন স্ত্রী, পুত্র এবং কন্যাকে নিয়ে।

০৪ ১৭
Vera Bedi

অনুষ্ঠানে গিয়ে পরিবারের সঙ্গে ছবি তোলেন। মেয়ে বেরাকে লাল গালিচা দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়ে সেই মুহূর্ত। তার পরেই এই ‘স্টার কিড’কে নিয়ে শোরগোল পড়ে যায় নেটমাধ্যমে।

০৫ ১৭
Vera Bedi

বেরার ছবি এবং ভিডিয়োর পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটনাগরিকদের মন জয় করেছেন বেরা। অনেকেই বলছেন তিনি যেন অবিকল করিনা-করিশ্মার মতো দেখতে!

০৬ ১৭
Vera Bedi

বেরার পরনে ছিল কালো ক্রপ টপ আর কালো জিন্‌স। সঙ্গে একটি ছোট ব্যাগ। হালকা মেকআপের সঙ্গে বেশ বোল্ড লুকে ধরা দিয়েছিলেন বেরা। সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল বেরার নীল চোখ।

০৭ ১৭
Vera Bedi

বেশ কিছু নেটাগরিক মন্তব্য করেছেন, ওই অনুষ্ঠানে সুহানা খান কিংবা অনন্যা পাণ্ডের মতো অন্য তারকা-সন্তানদেরও নাকি ছাপিয়ে গিয়েছিলেন তিনি।

০৮ ১৭
Vera Bedi

নেটাগরিকদের কথায়, তাঁর মুখের আদলের সঙ্গে হুবহু মিল রয়েছে করিনা কপূরের। অনেকে লিখেছেন, ‘‘বেরাকে দেখে মনে হচ্ছে যেন পুরনো দিনের করিনা।’’ আবার কারও মনে হয়েছে করিশ্মা-করিনার চেহারা আদল যেন ফুটে উঠেছে বেরার মধ্যে।

০৯ ১৭
Vera Bedi

বেশ কিছু নেটিজেন মনে করেছেন বেরা করিনার থেকেও সুন্দরী। এমন কথাকে ঘিরে সমাজমাধ্যমে তর্কবিতর্কও চলে। কারও কাছে, ‘‘বেবো বেবোই।’’ কিছু ক্ষেত্রে করিনা এবং বেরাকে আলাদা ভাবে তুলনা করা হয়েছে।

১০ ১৭
Vera Bedi

‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’, ‘ইন্ডিয়ান’, ‘মা তুঝে সালাম’-এর মতো একটার পর একটা হিট ছবি উপহার দিয়েছেন রজত। মাঝে বেশ কিছু বছর বিরতি নিয়েছিলেন। প্রায় ১২ বছর পর অভিনয়জগতে ফিরলেন রজত।

১১ ১৭
Vera Bedi

বাবা অভিনেতা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত মেয়ে কিন্তু কোনও ছবিই করেননি। বেরার ছবি দেখার পর তাঁকে অভিনয়জগতে পা দেওয়ার অনুরোধও করেন কয়েক জন নেটনাগরিক।

১২ ১৭
Vera Bedi

সমাজমাধ্যমে সে ভাবে সক্রিয় নন বেরা। তাঁর ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট রয়েছে। তা-ও আবার ব্যক্তিগত করে রাখা। অর্থাৎ কেউ চাইলেই তাঁর অ্যাকাউন্টে উঁকি দিতে পারবেন না।

১৩ ১৭
Vera Bedi

ইনস্টাগ্রামে বেরার অনুসরণকারীর সংখ্যা খুবই কম। মাত্র হাজারখানেক। ব্যক্তিগত থাকার কারণে বেরার পোস্ট করা ছবি অথবা ভিডিয়ো সকলে দেখতে পারেন না।

১৪ ১৭
Vera Bedi

রজত মাঝেমধ্যেই বেশ কিছু ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন। সেখানে তাঁদের ঘুরতে যাওয়ার ভিডিয়ো, কোনও সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ছবি দেখা যায়।

১৫ ১৭
Vera Bedi

সমাজমাধ্যমে তেমন সক্রিয় না হলেও বেরা ব্লগ করেন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা রয়েছে সেটি। ব্লগে নিয়মিত সক্রিয় তিনি। তাঁর জীবনধারার অনেক লেখাই ভাগ করে নেন ব্লগে।

১৬ ১৭
Vera Bedi

বেরার ‘ভেস্কো’তেও একটি অ্যাকাউন্ট রয়েছে। সেটি যে কেউ দেখতে পাবেন। সেখানে বেরা তাঁর নানা মুহূর্তের ছবি পোস্ট করেন।

১৭ ১৭
Vera Bedi

২০০৪ সালে রজত সপরিবার কানাডা পাড়ি দেন। সকলেই এখনও সেখানেই থাকেন। বেরার ভেস্কো অ্যাকাউন্টে কানাডার ছবিও দেখতে পাওয়া যায়। আদৌ কোনও দিন এই তারকা-কন্যাকে বলিপর্দায় দেখা যাবে কি না তা জানা যায়নি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy